গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৮ আপডেট: : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:২৯
সকালে বিএসএমএমইউতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ নেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম

ঢাকা,৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ দিয়েছেন 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়' ( বিএসএমএমইউ)’র উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। 

তিনি আজ সকালে বিএসএমএমইউ’র কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার সময় এ নির্দেশ দেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে মোট ২৮ জন বিএসএমএমইউ-এর কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন।  

বিএসএমএমইউ-এর উপাচার্য কেবিন ব্লকের প্রতিটি কক্ষে গিয়ে আহত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত সকল রোগীদের আন্তরিকতার সাথে সর্বাধুনিক উন্নত চিকিৎসা প্রদানসহ সকল ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।    

এসময় বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের জন্য গঠিত চিকিৎসা সেলের সভাপতি অধ্যাপক ডা. এম এ শাকুর, উপাচার্যের একান্ত সচিব ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক ডা. মোঃ আবু নাছের, ডা. শরীফ মোঃ আরিফুল হক, সহকারী পরিচালক মোঃ আজিজুর রহমান,মোঃ মাসুদ আল হাসান, পুষ্টিবিদ তৃপ্তি চৌধুরী, জাহানারা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০