গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৮ আপডেট: : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:২৯
সকালে বিএসএমএমইউতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ নেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম

ঢাকা,৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ দিয়েছেন 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়' ( বিএসএমএমইউ)’র উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। 

তিনি আজ সকালে বিএসএমএমইউ’র কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার সময় এ নির্দেশ দেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে মোট ২৮ জন বিএসএমএমইউ-এর কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন।  

বিএসএমএমইউ-এর উপাচার্য কেবিন ব্লকের প্রতিটি কক্ষে গিয়ে আহত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত সকল রোগীদের আন্তরিকতার সাথে সর্বাধুনিক উন্নত চিকিৎসা প্রদানসহ সকল ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।    

এসময় বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের জন্য গঠিত চিকিৎসা সেলের সভাপতি অধ্যাপক ডা. এম এ শাকুর, উপাচার্যের একান্ত সচিব ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক ডা. মোঃ আবু নাছের, ডা. শরীফ মোঃ আরিফুল হক, সহকারী পরিচালক মোঃ আজিজুর রহমান,মোঃ মাসুদ আল হাসান, পুষ্টিবিদ তৃপ্তি চৌধুরী, জাহানারা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমান দুর্ঘটনায় বেগম খালেদা জিয়ার শোক : নেতাকর্মীদের হতাহতদের পরিবারের পাশে থাকার আহ্বান
আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি : প্রধান উপদেষ্টা
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য উপদেষ্টার
ঢাকায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় চীনের শোক
বিমান দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার
২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাপানের শোক
বিমান দুর্ঘটনায় আহতদের পরিবহনের সুবিধার্থে মেট্রোরেলে বিশেষ ব্যবস্থা
সরকারি অর্থ অপচয় ও সেবায় অনিয়মের অভিযোগে দুটি ট্রেনে দুদকের অভিযান
উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে উপদেষ্টাদের শোক
১০