হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫২ আপডেট: : ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:১৪
যুবলীগ নেতা সোহাগের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। ছবি: বাসস

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানা এলাকায় মো. পারভেজ মিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীল আল সাইফুল সোহাগের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালত আজ শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন রিমান্ড শুনানির আগে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নাজমুল হাসান তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এরপর তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়। এসময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালতে জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১১ নভেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরদিন বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. পারভেজ মিয়া। ওইদিন বিকেল ৫ টায় আসামিদের গুলিতে তিনি আহত হলে তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৯ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাতিরঝিল থানার বিটিসিএল কলোনি এলাকায় মশক নিধন কর্মসূচি
সেন্টমার্টিন উপকূলে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ৩ জেলে উদ্ধার
দিনাজপুরে মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার
মৎস্য উপদেষ্টার নদী পরিদর্শন, অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু,  হাসপাতালে ভর্তি ৩৬৪ জন 
ইসরাইলের ‘শত্রুতাপূর্ণ আচরণ’ বন্ধ না হলে শান্তি সম্ভব নয় : আরব লীগ
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু, সাঁকো ভেঙে আহত কয়েকজন
ইসরাইলি সেনাবাহিনী গাজায় হামাসের বহুতল ভবনগুলোতে হামলা চালাচ্ছে
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা
এআই দৌড়ে ইউরোপ এগিয়ে যেতে পারে : জার্মান চ্যান্সেলর
১০