হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫২ আপডেট: : ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:১৪
যুবলীগ নেতা সোহাগের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। ছবি: বাসস

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানা এলাকায় মো. পারভেজ মিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীল আল সাইফুল সোহাগের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালত আজ শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন রিমান্ড শুনানির আগে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নাজমুল হাসান তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এরপর তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়। এসময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালতে জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১১ নভেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরদিন বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. পারভেজ মিয়া। ওইদিন বিকেল ৫ টায় আসামিদের গুলিতে তিনি আহত হলে তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৯ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাইমারি স্কুলের শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি সাময়িকভাবে বন্ধ
মুস্তাফিজের নয়া রেকর্ড
রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্যই আমরা লড়াই করছি : সেলিমা রহমান
বিএমইউতে ড্যাব নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময়
বিএসডব্লিউ ব্যবহারে এনবিআর ও বিএইআরএ- এর মধ্যে এমওইউ সাক্ষর
দশ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান পাকিস্তানের
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু বাংলাদেশের
প্রথম বিভাগ দাবা লিগে সপ্তম রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
১০