বিএনপি কর্মী হত্যা মামলায় কাজী জাফর উল্যাহর জামিন নামঞ্জুর

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:২৫
ছবি: সংগৃহীত

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গুলি করে বিএনপির কর্মী মকবুল হোসেনকে হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর জামিন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কাজী জাফর উল্যাহর পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর কাজী জাফর উল্যাহকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্ত থেকে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
মিরপুরে শিশুদের খেলার মাঠ পরিষ্কার করল যুবদল
চার শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ পাবিপ্রবি ছাত্রদলের
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা
প্রধান উপদেষ্টার সঙ্গে দিদারুল ইসলামের পরিবারের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রাণী ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বিশ্বকে বদলাতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
কাল সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা
বিশ্বব্যাপী সংঘাতের ছায়া শান্তি ও উন্নয়নকে হুমকির মুখে ফেলছে: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে : প্রধান উপদেষ্টা
১০