করটিয়া বাজারে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:২৮

টাঙ্গাইল, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া বাজারে গতরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার রাত দশটার দিকে সা'দত বাজারের মেরাজ নামের এক ব্যবসায়ীর পার্টসের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত দশটার দিকে করটিয়া সা'দত বাজারের ব্যবসায়ী মেরাজ হোসেনের মোটরসাইকেল পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা বেড়ে যাওয়ায় মুহূর্তেই অপর দুটি দোকানেও আগুন লেগে যায়। প্রতিবেশী ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইঞা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসে । পরে তিনটি ইউনিটের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে, সেটি তদন্তের পর জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০