করটিয়া বাজারে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:২৮

টাঙ্গাইল, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া বাজারে গতরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার রাত দশটার দিকে সা'দত বাজারের মেরাজ নামের এক ব্যবসায়ীর পার্টসের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত দশটার দিকে করটিয়া সা'দত বাজারের ব্যবসায়ী মেরাজ হোসেনের মোটরসাইকেল পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা বেড়ে যাওয়ায় মুহূর্তেই অপর দুটি দোকানেও আগুন লেগে যায়। প্রতিবেশী ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইঞা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসে । পরে তিনটি ইউনিটের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে, সেটি তদন্তের পর জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাস্টমস কমিশনার ফজলুল ও রশিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মার্কিন বিমানবাহী রণতরী এখন ক্যারিবীয় সাগরে: মার্কিন সামরিক বাহিনী
শেখ হাসিনার অপরাধের যথাযথ শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে : রিজভী
মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
হাসিনাসহ দোষীদের ‘ফাঁসি’ দেওয়ার দাবি বিভিন্ন সংগঠনের
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৭
এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা
প্লট বরাদ্দে জালিয়াতি : শেখ হাসিনার দুর্নীতি মামলার যুক্তিতর্ক ২৩ নভেম্বর
হাসিনার মামলার রায় : টিএসসিসহ ঢাকার বিভিন্ন স্থানে সরাসরি সম্প্রচার চলছে
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ ঘোষণা হচ্ছে
১০