হত্যা মামলায় যুবলীগ নেতা নজরুল রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:২৭

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানার মো. আলী হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৫৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি নজরুল ইসলাম কবিরাজের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

তাকে আজ কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক আবুল ফারেজ জুয়েল। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে গত ১ জানুয়ারি স্থানীয় জনতা আসামি নজরুল ইসলাম কবিরাজকে আটক করে লালবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর কলোনী এলাকায় আন্দোলনে অংশ মোঃ আলী।

এদিন বিকাল চারটার দিকে পুলিশ ও আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর লালবাগ থানায় হত্যা মামলায় দায়ের করা হয়। এই মামলার ৪০ নম্বর এজাহারনামীয় আসামি হলেন নজরুল ইসলাম কবিরাজ (৫৫)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাজ্যের রেকর্ডে সবচেয়ে উষ্ণ ছিল ২০২৫ সালের গ্রীষ্মকাল : আবহাওয়া সংস্থা
ডাকসু নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি আগামীকাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার উত্তরপত্র বিতরণ ৭ থেকে ১১ সেপ্টেম্বর
হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়েছিল: মির্জা ফখরুল
জুলাই শহীদ সাকিব রায়হানের কবরে শ্রদ্ধা নতুন ডিসির
সিআইআরটি প্রজেক্টের জন্য দক্ষ আইসিটি বিশেষজ্ঞ খুঁজছে বিসিসি: ফয়েজ আহমেদ তৈয়্যব
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত 
রবি-গ্রামীণফোনের ফাইভ-জি চালু ডিজিটাল ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ: তৈয়্যব
চাঁদপুরে রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা
নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
১০