মোংলায় হরিণের মাংসসহ আটক-৬

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৫

বাগেরহাট,৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার মোংলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান  চালিয়ে গতকাল ১১ কেজি হরিণের মাংস'সহ ৬ জন চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আটক ব্যক্তিরা হচ্ছে, কেরানীগঞ্জের মোঃ সোহেল হোসেন, মোঃ সাইদুল ইসলাম, মোঃ তাইজুল ইসলাম,মোঃরবিন, ঝিনাইদহের কালীগঞ্জের মুক্তা, ও নেত্রকোনার কল্পনা আক্তার।

আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ২'টায় বিসিজি বেইজ মোংলা কর্তৃক মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনাকালে মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি অবৈধ হরিণের মাংস'সহ ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটক চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানা পুলিশের উপস্থিতিতে স্টেশন কর্মকর্তা ঢাংমারী ফরেস্ট অফিস, চাঁদপাই এর  কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
১০