মোংলায় হরিণের মাংসসহ আটক-৬

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৫

বাগেরহাট,৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার মোংলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান  চালিয়ে গতকাল ১১ কেজি হরিণের মাংস'সহ ৬ জন চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আটক ব্যক্তিরা হচ্ছে, কেরানীগঞ্জের মোঃ সোহেল হোসেন, মোঃ সাইদুল ইসলাম, মোঃ তাইজুল ইসলাম,মোঃরবিন, ঝিনাইদহের কালীগঞ্জের মুক্তা, ও নেত্রকোনার কল্পনা আক্তার।

আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ২'টায় বিসিজি বেইজ মোংলা কর্তৃক মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনাকালে মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি অবৈধ হরিণের মাংস'সহ ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটক চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানা পুলিশের উপস্থিতিতে স্টেশন কর্মকর্তা ঢাংমারী ফরেস্ট অফিস, চাঁদপাই এর  কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুমেক হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
দক্ষিণ কোরিয়ায় ইউনিফিকেশন চার্চের নেত্রী গ্রেফতার
নগরীর নিরাপত্তা রক্ষায় আরসিসি শিগগিরই সড়কবাতি মেরামত করাবে
অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ বিচ্ছিন্নকরণে বিশেষ অভিযান; জরিমানা আদায়
গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সুপার টাইফুন রাগাসা’র কারণে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা চীনের  
ডেনমার্কের আকাশসীমায় ‘অজ্ঞাত ড্রোন’ থাকায় কোপেনহেগেন বিমানবন্দর বন্ধ 
নিউজিল্যান্ডে সন্তানদের হত্যার দায়ে মা দোষী সাব্যস্ত 
স্বরাষ্ট্র উপদেষ্টার পুরোনো ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত: রিউমার স্ক্যানার
১০