রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৩৮

রংপুর, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালানোর মামলায় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায় কে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাতে নগরীর কাচারিবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার সকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অবস) এ বি এম জাহিদুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৯ জুলাই শহরের সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার ওপর ছোড়া গুলিতে আহত হন নগরীর পূর্ব শালবন মিস্ত্রীপাড়া এলাকার সবজি ব্যবসায়ী শাহ আলম। তার দায়ের করা মামলার ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি।

সুত্র জানায়, ১৯ জুলাই সিটি বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে গুলি ও ককটেল বিস্ফোরণে অংশ নেন প্রধান শিক্ষক বিমল কুমার রায়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন সবজি বিক্রেতা শাহ আলম। পরে গত ২৪ অক্টোবর মহানগর কোতোয়ালি থানায় একটি মামলা করেন তিনি। এতে ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় তিন শতাধিক আসামি করা হয়।

মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বাসস কে বলেন, আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের দামে নতুন রেকর্ড, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া
আজ থেকে ঢাবি’র হলে কোন বহিরাগত অবস্থান করতে পারবে না
হাসিনার মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ আজ
নড়াইলের পিরোলীতে ২০ বছর পর আউশ ও আমনের ব্যাপক ফলন
ঘানার প্রধান বিচারপতি বরখাস্ত
দুর্নীতির মামলায় বিচারকরা ‘রাজনীতি করছেন’ বলে অভিযোগ স্পেনের প্রধানমন্ত্রীর
প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে সাত রাজনৈতিক দলের বৈঠক
অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও পৃথক সচিবালয় নিয়ে রায় ঘোষণা শুরু
রাজশাহীতে মাদকসহ ডিলার আটক
মানিকগঞ্জে মোটরসাইকেল চুরি করার সময় যুবক আটক
১০