রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৩৮

রংপুর, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালানোর মামলায় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায় কে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাতে নগরীর কাচারিবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার সকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অবস) এ বি এম জাহিদুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৯ জুলাই শহরের সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার ওপর ছোড়া গুলিতে আহত হন নগরীর পূর্ব শালবন মিস্ত্রীপাড়া এলাকার সবজি ব্যবসায়ী শাহ আলম। তার দায়ের করা মামলার ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি।

সুত্র জানায়, ১৯ জুলাই সিটি বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে গুলি ও ককটেল বিস্ফোরণে অংশ নেন প্রধান শিক্ষক বিমল কুমার রায়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন সবজি বিক্রেতা শাহ আলম। পরে গত ২৪ অক্টোবর মহানগর কোতোয়ালি থানায় একটি মামলা করেন তিনি। এতে ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় তিন শতাধিক আসামি করা হয়।

মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বাসস কে বলেন, আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
১০