শিরোনাম
বগুড়া, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সহ-সভাপতি হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ একাধিক মামলার
আসামি আলহাজ শেখকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় শহরের সূত্রাপুর জেলা পরিষদ মার্কেট
সংলগ্ন এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দীন বলেন, হত্যা,জবরদখল, চাঁদাবাজীর বহু অভিযোগে
অভিযুক্ত আলহাজ শেখকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।