জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে সিলেটে লিফলেট বিতরণ

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২১:০২

সিলেট, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’র পক্ষে জনমত তৈরির লক্ষ্যে সিলেটে জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এই উপলক্ষে সমাবেশ ও লিফলেট বিতরণ করে সংগঠন দুটি। 

এ সময় ‘জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন নেতাকর্মীরা। লিফলেটে তারা ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

বক্তব্যকালে তারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে অবশ্যই শহিদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। ১৯৪৭, ’৫২, ’৭১ এবং ’২৪-এর যে ঐতিহাসিক ধারাবাহিকতা তার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। 

তারা বলেন, ‘আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে জাতিকে আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে পেরেছি তার স্বীকৃতি থাকতে হবে।’

বক্তারা আরও বলেন, যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বক্তব্য দেন। স্থানীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের ভিডিওকে খাগড়াছড়ির বলে ছড়ানোর অপচেষ্টা শনাক্ত: ফ্যাক্টওয়াচ 
নড়াইলে জমে উঠেছে দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান : ইউএন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে
ভুটানের সঙ্গে আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণ করবে ভারত
ড. ইউনূসের সঙ্গে ইউনিসেফ প্রধানের সাক্ষাত: রোহিঙ্গা শিশুদের শিক্ষা বিষয়ে আলোচনা
হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ভাষণ দেবেন ট্রাম্প
ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানালেন ইইউ প্রধান 
নলছিটিতে শতাধিক কুকুর-বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান
১০