জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে সিলেটে লিফলেট বিতরণ

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২১:০২

সিলেট, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’র পক্ষে জনমত তৈরির লক্ষ্যে সিলেটে জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এই উপলক্ষে সমাবেশ ও লিফলেট বিতরণ করে সংগঠন দুটি। 

এ সময় ‘জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন নেতাকর্মীরা। লিফলেটে তারা ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

বক্তব্যকালে তারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে অবশ্যই শহিদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। ১৯৪৭, ’৫২, ’৭১ এবং ’২৪-এর যে ঐতিহাসিক ধারাবাহিকতা তার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। 

তারা বলেন, ‘আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে জাতিকে আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে পেরেছি তার স্বীকৃতি থাকতে হবে।’

বক্তারা আরও বলেন, যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বক্তব্য দেন। স্থানীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা : দুই আসামির রিমান্ড
টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর
সিলেটে লুট করা আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ভেলোসিটি ১৫কে রান এডিশন ১'
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু
উৎসবমুখর পরিবেশে সিলেটে জন্মাষ্টমী উৎসব পালিত
রাঙ্গামাটিতে জেএফএ অনূর্ধ্ব-১৪ উইমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
ফ্যাসিবাদী কাঠামো এখনো ভাঙেনি: শিবির সভাপতি
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
১০