জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে সিলেটে লিফলেট বিতরণ

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২১:০২

সিলেট, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’র পক্ষে জনমত তৈরির লক্ষ্যে সিলেটে জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এই উপলক্ষে সমাবেশ ও লিফলেট বিতরণ করে সংগঠন দুটি। 

এ সময় ‘জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন নেতাকর্মীরা। লিফলেটে তারা ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

বক্তব্যকালে তারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে অবশ্যই শহিদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। ১৯৪৭, ’৫২, ’৭১ এবং ’২৪-এর যে ঐতিহাসিক ধারাবাহিকতা তার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। 

তারা বলেন, ‘আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে জাতিকে আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে পেরেছি তার স্বীকৃতি থাকতে হবে।’

বক্তারা আরও বলেন, যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বক্তব্য দেন। স্থানীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৮৬৬
নড়াইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী
নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী
দুর্নীতির তদন্তের আওতায় চীনের সিকিউরিটিজের সাবেক প্রধান
গাজার ত্রাণ নৌযাত্রায় যোগ দেবেন ম্যান্ডেলার নাতি
বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন
ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না: আদিলুর রহমান খান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নারী ফুটবল সম্প্রসারণে অগ্রণী ভূমিকা রাখছেন কামরুন্নাহার মুন্নি
১০