চীনা দূতাবাসে বর্ণাঢ্য 'শুভ নববর্ষ উৎসব' মেলা উদযাপন

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ২২:৪০

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশে চীনা দূতাবাসের বর্ণাঢ্য আয়োজনে 'হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল' মেলা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন উপলক্ষে আজ ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে করা হয় আলোকসজ্জা,  সৃষ্টি হয়  আনন্দমুখর পরিবেশ।

চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  আজ বলা হয়, ২০২৫ সালে চীনা রাশিচক্রের বছর 'সর্পবর্ষ' আগমনের প্রাক্কালে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশে চীনা দূতাবাস যৌথভাবে 'হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল' মেলার আয়োজন করে। আয়োজনের সহ-আয়োজক ছিল বাংলাদেশস্থ ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, এবং বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতি ও গণমাধ্যমসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ।

চীনা প্রতিষ্ঠান, প্রবাসী চীনা নাগরিক, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে এ বসন্ত উৎসব উদযাপন এবং চীনা সংস্কৃতির আনন্দ উদযাপন করেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীন ও বাংলাদেশের জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমরা এখানে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব উদযাপন করতে এবং চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং 'চীন-বাংলাদেশ পিপল-টু-পিপল এক্সচেঞ্জ ইয়ার' এর সূচনা করতে একত্রিত হয়েছি।'

তিনি বলেন, 'গত অর্ধ শতাব্দীতে, চীন ও বাংলাদেশ একে অপরকে সহযোগিতা করেছে, আন্তরিকতার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতার মাধ্যমে এক মধুর বন্ধুত্বের অধ্যায় রচনা করেছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে দুই দেশের যৌথ প্রচেষ্টায় চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হবে এবং উচ্চতর পর্যায়ে পৌঁছাবে।'

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী চীনা বসন্ত উৎসব, সংস্কৃতির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন এবং বাংলাদেশে অবস্থানরত চীনের সব নাগরিককে নববর্ষের শুভেচ্ছা জানান।

তিনি বাংলাদেশের উন্নয়নে চীনের দৃঢ় সমর্থনের প্রশংসা করেন এবং কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও 'পিপল-টু-পিপল এক্সচেঞ্জ ইয়ার'কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও নিবিড় করার আশাবাদ ব্যক্ত করেন।

২০২৫ সালে ঢাকায় 'হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল'র প্রথম অনুষ্ঠান এ মেলায় উপস্থিত চীনা ও বাংলাদেশি অতিথিরা ড্রাগন ও সিংহ নৃত্য, মার্শাল আর্ট, বাদ্যযন্ত্র পরিবেশনা এবং ঐতিহ্যবাহী চীনা নৃত্য উপভোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০