ক্র্যাব সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ২৩:৪১

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ নির্বাচিত হয়েছেন। 

আজ রাজধানীর সেগুনবাগিচাস্থ  ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের। কমিশনার হিসেবে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, ডিআরইউ সিনিয়র সদস্য উত্তম চক্রবর্তী। সর্বাত্মক সহায়তা করেন ক্র্যাব সিনিয়র সদস্য আহমদ আতিক। 

ক্র্যাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নির্বাচন কমিশনকে সহায়তা করেন। 

২৯৮ জন ভোটারের মধ্যে ২৮৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

সভাপতি হিসেবে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিটি এডিটর মির্জা মেহেদী তমাল সর্বাধিক ১২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাভলু ৯৫, দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি সরোয়ার আলম ৪৯, দৈনিক পূর্বাঞ্চলের ঢাকা ব্যুরো চীফ প্রধান আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১২ ভোট।

সহ-সভাপতি পদে ১৫৯ ভোটে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিনিধি উমর ফারুক আল হাদী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সময় নিউজ ডট নেট এর মিজানুর রহমান (মাসুম মিজান) পেয়েছেন ১২০ ভোট। সাধারণ সম্পাদক পদে বাংলা টিভির চীফ নিউজ এডিটর এম এম বাদশাহ্ ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তার প্রতিদ্বন্দী  নিউজ বাংলার এস এম নুরুজ্জামান পেয়েছেন ১০৪ ভোট। 

যুগ্ম সম্পাদক পদে ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের নিয়াজ আহমেদ লাবু। নিকটতম প্রতিদ্বন্দ্বী সকালের সময় পত্রিকার আব্দুল লতিফ রানা পেয়েছেন ১০২ ভোট। অর্থ সম্পাদক হিসেবে বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন নয়া দিগন্ত পত্রিকার আমিনুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে আমাদের সময় পত্রিকার সাজ্জাদ মাহমুদ খান ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাঈফ বাবলু পেয়েছেন ৯৪ ভোট, দৈনিক জবাবদিহির হানিফ রাজা ২৯ ভোট। 

এছাড়া দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ওয়াসিম সিদ্দিকী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বণিকবার্তার নেহাল হাসনাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের রকিবুল ইসলাম মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ঢাকা পোস্ট এর জসীম উদ্দীন বিনা প্রতিদ্বন্দায় নির্বাচিত হয়েছেন। 
আইন ও কল্যাণ সম্পাদক পদে মাছরাঙ্গা টেলিভিশনের মাহমুদুল হাসান ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আমার বার্তার শেখ কালিমউল্লাহ্ ১১৬ ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদে বাংলাদেশ পোস্টের হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৩ জন। বাংলাভিশনের জিয়া খান ২০৩, ভোরের কাগজের ইমরান রহমান ১৮৭ এবং ঢাকা প্রতিদিন এর মোহাম্মদ জাকারিয়া ৭৫ ভোট পেয়ে  সদস্য নির্বাচিত হয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা 
ভারতে পদদলিত হয়ে নিহত ৪০, বিজয়ের ঘনিষ্ঠ ৩ জনের বিরুদ্ধে মামলা
জুলাই-আগস্টে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে
মহাষষ্ঠীর মধ্য দিয়ে লালমনিরহাটে দুর্গাপূজা শুরু
রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষায় উন্নয়ন, দুর্নীতিমুক্ত ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প
আইসিসির উদীয়মান খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের নিশি
ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ
১০