১৮ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশ ও প্রস্তাবনা জমা দেবে শ্রম সংস্কার কমিশন

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২০:৩২

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানিয়েছেন শ্রম সংস্কার কমিশন সরকার নির্ধারিত আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশ ও প্রস্তাবনা জমা দেবে। এ  লক্ষে কাজ চলছে।

শনিবার (১১ জানুয়ারি) ধানমন্ডির বিআইএলএস কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বাসসকে জানান, কমিশন গঠনের পর এ পর্যন্ত রাজাধানী ঢাকা ও ঢাকার বাইরে প্রায় দুই শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে প্রায় ৪০টি মতবিনিময় সভা ইতিমধ্যে করা হয়েছে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক পর্যায়ের সব শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কমিশন কাজ করছে। শ্রমজীবী মানুষের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবার মতামত নিয়ে মধ্য ফেব্রুয়ারির মধ্যে যাতে শ্রম সংস্কার কমিশন সুপারিশমালা প্রণয়ন করতে পারে সেই প্রস্তুতি রয়েছে।

শ্রম আইন সংশোধন ও শ্রম বিরোধ নিষ্পত্তি এবং শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুুরিসহ শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় দেশের শ্রমজীবী মানুষের সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকার ১০ সদস্য বিশিষ্ট শ্রম সংস্কার কমিশন গঠন করে।

তিনি বলেন, শ্রম ও শিল্প সম্পর্ক উন্নয়নে শ্রম সংস্কার কমিশনকে  সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের মতামত নিয়ে ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা জমা দিতে হবে। এ জন্য সকল মহলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে দেশের সর্বস্তরের শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময় সভা করে পরামর্শ নেওয়া হচ্ছে।
 
শ্রম সংস্কার কমিশনের সদস্য সাকিল আখতার চৌধুরী বাসসকে বলেন, কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে দেশের বিউটি পার্লার এসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে তাদের সমস্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিউটি পার্লার এসোসিয়েশনের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার কথা সংস্কার কমিশনকে অবহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০