ছাদ বাগান বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর সমাধান : পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৮:১২
আজ রোরবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : পিআইডি

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ছাদ বাগান বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর সমাধান।

আজ রোরবার জাতীয় প্রেসক্লাবে ‌‘বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, বাড়ির ছাদগুলোকে বাগানে পরিণত করলে পরিবেশের কার্বন নিঃসরণ কমায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বায়ুর মানও উন্নত করে।

তিনি বলেন, বিষমুক্ত নিরাপদ খাদ্য ও শহরের নির্মল বাতাসের জন্য ছাদ বাগান জরুরি। ছাদগুলোকে বাগানে পরিণত করতে পারলে মানুষ উপকৃত হবে।

উপদেষ্টা জানান, ছাদ বাগান পরিবেশের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় সহায়তা করে। ছাদ বাগান করলে তা ভেঙে পড়ার ভয়- একটি ভুল ধারণা। সরকার ছাদ বাগান প্রচলনে নানা উদ্যোগ নিয়েছে এবং জনসচেতনতা বাড়াচ্ছে।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকার শেকড়ের মোতালেব মাশরেকী।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, গ্রীনওয়াচ ঢাকার সম্পাদক মোস্তফা 
কামাল মজুমদার, কৃষিবিদ ড. মেহেদী মাসুদ, ছাদ বাগান আন্দোলনের অগ্রসৈনিক গোলাম হায়দার।

অনুষ্ঠানে ছাদ বাগানিদের মধ্যে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়। শেষে উপদেষ্টা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রথম বিভাগ দাবা লিগে সপ্তম রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আসামি মহিনের দায় স্বীকার
চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলে দু:শ্চিন্তা
জুলাই গণঅভ্যুত্থানে প্রায় অর্ধেক অবদানই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 
জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ
ফেনীতে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপি’র বৃক্ষরোপণ 
দেশে স্থিতিশীল পরিস্থিতির জন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন : সংলাপে বক্তারা
আগামীকাল যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে 
জামালপুরে আল-আকাবা সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি
এনডিসিতে টোকিওর নিরাপত্তা কৌশল তুলে ধরলেন জাপানের রাষ্ট্রদূত
১০