দেশের মানুষের খাদ্য নিরাপত্তায় খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে: খাদ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:২২ আপডেট: : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৭
আজ বরিশাল সার্কিট হাউজে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: পিআইডি

বরিশাল, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে।

তিনি আজ বরিশাল সার্কিট হাউজে চলতি আমন সংগ্রহ ২০২৪-২৫’র লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

সভায় আলী ইমাম মজুমদার দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে চলতি আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বরিশাল বিভাগের সকল জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট  আরসি ফুড ও ডিসি ফুডদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়াও তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে চলতি আমন মৌসুমে খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শ দেন।

উপদেষ্টা কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের পাশাপাশি যেসব জায়গায় অ্যাপসে সমস্যা হচ্ছে সেসব জায়গায় কৃষকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রত্যয়ন সাপেক্ষে তাদের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশনা দেন।

খাদ্য উপদেষ্টা  অবৈধ খাদ্য মজুদ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

তিনি সংশ্লিষ্ট মিল মালিকদের সঙ্গে সমন্বয় করে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে খাদ্য সংগ্রহের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।  

বর্তমান অন্তর্বর্তী সরকার কৃষকদের প্রাইস সাপোর্ট দেওয়ার লক্ষ্যে ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি তিন টাকা বৃদ্ধি করে ৩৩ টাকা, চালের সংগ্রহ মূল্যও তিন টাকা বৃদ্ধি করে সিদ্ধ চাল ৪৭ এবং আতপ চাল ৪৬ টাকা নির্ধারণ করেছে।

ধান ও সিদ্ধ চাল আগামী ২৮ জানুয়ারি এবং আতপ চাল ১৫ মার্চ পর্যন্ত সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে মতবিনিময় সভায় জানানো হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি আমন মৌসুমে ধান-চালের এখন পর্যন্ত সংগ্রহ সন্তোষজনক এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, আর সি ফুড, বরিশাল বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, ডিসি  ফুডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০