দেশের মানুষের খাদ্য নিরাপত্তায় খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে: খাদ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:২২ আপডেট: : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৭
আজ বরিশাল সার্কিট হাউজে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: পিআইডি

বরিশাল, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে।

তিনি আজ বরিশাল সার্কিট হাউজে চলতি আমন সংগ্রহ ২০২৪-২৫’র লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

সভায় আলী ইমাম মজুমদার দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে চলতি আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বরিশাল বিভাগের সকল জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট  আরসি ফুড ও ডিসি ফুডদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়াও তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে চলতি আমন মৌসুমে খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শ দেন।

উপদেষ্টা কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের পাশাপাশি যেসব জায়গায় অ্যাপসে সমস্যা হচ্ছে সেসব জায়গায় কৃষকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রত্যয়ন সাপেক্ষে তাদের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশনা দেন।

খাদ্য উপদেষ্টা  অবৈধ খাদ্য মজুদ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

তিনি সংশ্লিষ্ট মিল মালিকদের সঙ্গে সমন্বয় করে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে খাদ্য সংগ্রহের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।  

বর্তমান অন্তর্বর্তী সরকার কৃষকদের প্রাইস সাপোর্ট দেওয়ার লক্ষ্যে ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি তিন টাকা বৃদ্ধি করে ৩৩ টাকা, চালের সংগ্রহ মূল্যও তিন টাকা বৃদ্ধি করে সিদ্ধ চাল ৪৭ এবং আতপ চাল ৪৬ টাকা নির্ধারণ করেছে।

ধান ও সিদ্ধ চাল আগামী ২৮ জানুয়ারি এবং আতপ চাল ১৫ মার্চ পর্যন্ত সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে মতবিনিময় সভায় জানানো হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি আমন মৌসুমে ধান-চালের এখন পর্যন্ত সংগ্রহ সন্তোষজনক এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, আর সি ফুড, বরিশাল বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, ডিসি  ফুডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৭০০ জন গ্রেফতার
নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদের সংস্কার জরুরি : মিয়া গোলাম পরওয়ার
কোনো ষড়যন্ত্রই বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না: গণঅধিকার পরিষদ 
সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫ জন গ্রেফতার
সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বাস্তব সমাধান: মৎস্য উপদেষ্টা
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার 
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০