২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শহিদ আবু সাঈদের পরিবারের

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শহিদ আবু সাঈদ। কোলাজ

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রংপুরে শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যরা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ গণমাধ্যমকে বলেন, শহিদ আবু সাঈদের পরিবার রংপুরে একটি মামলা করেছিলেন। যহেতু এটা মানবতা বিরোধী অপরাধ, তাই লোকাল কোর্টে যতই মামলা হোক, এ অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করাটাই যথাযথ আবেদন।

তিনি আরও বলেন, ‘তারা ব্যক্তিগত সিদ্ধান্তে এখানে এসেছেন। আজকে সেদিনের ঘটনাগুলোর বর্ণনা দিয়ে আমাদের কাছে প্রথমে মৌখিক ও পরে লিখিত অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

তিনি জানান, অভিযোগ দায়ের করতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও ঘটনার সময় উপস্থিত তার বন্ধুরা এসেছেন।

উল্লেখ্য, বিগত ১৬ জুলাই পুলিশের গুলিতে শহিদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ। আবু সাঈদ নিহত হওয়ার পর সারাদেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
১০