দুদকের মামলায় আনিসুল হককে গ্রেফতারের আবেদন

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:০১ আপডেট: : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২০
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দুদকের করা মামলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এ বিষয়ে শুনানির জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেছেন।

আজ আদালতে আনিসুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। তার করা এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর তাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। 

এছাড়া একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

গত ১ জানুয়ারি আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন সংস্থার উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য রয়েছে।

এ মামলায় আনিসুল হকের বিরুদ্ধে সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করার অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগে আরো বলা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২৯টি ব্যাংক হিসাবে প্রায় ৩৪৯ দশমিক ১৬ কোটি টাকা জমা ও ৩১৬ দশমিক ৪৯ কোটি  টাকা উত্তোলন বাবদ সন্দেহজনক লেনদেন করেছেন।

মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ, ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে-এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেজা নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিলেন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম 
ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ : তফসিল ঘোষণা ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় জরিমানা
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন : যুক্তরাজ্যে হাসিনা সরকারের ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির লেনদেন
বিনিয়োগ সম্ভাবনা প্রসারে চীন সফরে বাংলাদেশ প্রতিনিধি দল
খাগড়াছড়িতে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা উপলক্ষ্যে মিট দা প্রেস
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
খুলনা ও বরিশালে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি
এ বছর ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ১১শ ৫ কোটি টাকা
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলীর কারাদণ্ড
১০