মানসম্মত গবেষণা পরিচালনায় শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির আহ্বান ইউজিসি’র

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৩

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): আগামী অর্থবছরে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ ইউজিসিতে সাইন্স এন্ড টেকনোলজি শাখার অধীন প্রকৌশল বিজ্ঞান বিষয়ে ২০২৪-২৫ অর্থবছরে গবেষণা প্রস্তাব মূল্যায়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব এ কথা বলেন।

মানসম্পন্ন প্রায়োগিক গবেষণা পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিতে এবারের বাজেট বরাদ্দের বিষয়টা তুলে ধরে তিনি বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে।

ইউজিসি সদস্য বলেন, আমাদের দেশে মাত্র একজন নোবেল বিজয়ী রয়েছেন। এ খাতে বাজেট বাড়ালে নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের গবেষকরা আরও নোবেল পুরস্কার জয় করতে সক্ষম হবেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।

ইউজিসি’র রিসার্চ এন্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগ কমিশনের অডিটোরিয়ামে সোমবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়।

প্রফেসর মাছুমা হাবিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে তাঁরা ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে গবেষণামুখী ও বিজ্ঞানমনস্কভাবে গড়ে তুলতে হবে। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃজন করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ট্রাভেল গ্রান্টস পুনরায় চালুর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

প্রফেসর মাছুমা হাবিব বলেন, এসব সম্মেলনে যোগদানের মাধ্যমে শিক্ষকরা বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের সাথে যুক্ত থাকা, দক্ষতা বৃদ্ধি এবং নতুন গবেষণা ধারণা বিনিময়ের সুযোগ পেয়ে থাকেন।

ইউজিসি’র রিসার্চ এন্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে একই বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কবিরুল হাসান বক্তব্য রাখেন।

ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক বিশ্বনাথ বিশ্বাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষকরা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ-লীগের নৃশংসতার শিকার মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরাও : আশরাফ মাহদী
কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের গল্পে রঙ-তুলির ছোঁয়া
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে
গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন : ডা. আব্দুল্লাহ তাহের
পুরোনো ভিডিও ব্যবহার করে এনসিপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
এ্যাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত
ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা জারি হবে : ফ্রান্স
গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
১৯ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দ্বিতীয় দিনে সারাদেশে নিহত ৬৭, কারফিউ জারি
১০