জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নকলের কোনো স্থান থাকবে না : উপাচার্য

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৬
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সনদপত্র বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছবি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নকলের উপর জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে বিগত সময়ে নকলের পরিবেশের কথা তুলে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এখন থেকে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা নকল করা চলবে না। এ নকলের সুযোগের ফলে বিগত সময়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই শিক্ষার মানোন্নয়নের জন্য অবশ্যই নকল প্রতিরোধ করতে হবে।'

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় এর অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপাচার্য এসময় কলেজে শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যে কোন মূল্যে ছাত্র-ছাত্রীদের কলেজের উপস্থিতির হার বৃদ্ধি করতে হবে। যদিও নানা সমস্যা রয়েছে, তবুও ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফেরানোর জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফেরানোর পাশাপাশি বর্তমান সিলেবাসকে সংস্কার করে যুগোপযোগী করার বিষয়ে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের সঙ্গে স্কিল বেইজড শিক্ষার সংমিশ্রণে অধ্যয়নের ব্যবস্থা করা হচ্ছে, যাতে দেশে বেকারত্বের হার ধীরে ধীরে কমে যায়।    

স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তর করা হবে: ফারুকী 
কোরবানির আগেই ডিএনসিসির ফুটপাত মেরামত করতে প্রশাসকের নির্দেশ 
বড়ালসহ সকল নদী চলমান রাখতে উদ্যোগ সরকারের: সৈয়দা রিজওয়ানা  
নেদারল্যান্ডসে ফিলিস্তিনপন্থীদের বিশাল সামবেশ
লিগ্যাল এইড-এর টোল ফ্রি ‘১৬৪৩০’ নম্বরে ১ লাখ ৮৭ হাজার ৩৬৯ জনকে আইনি সেবা প্রদান
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮৪ জন হাসপাতালে ভর্তি
আজ রাতে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক
ড্যাশ-৮ উড়োজাহাজ ঘটনায় বিশেষায়িত টিম পাঠাতে সম্মত : বিমান
চাঁদপুরে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: মাছউদ
১০