‘ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা’ শিরোনামে খবরটি বিভ্রান্তিকর : সিএ প্রেস উইং

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ২১:৫০
কালের কণ্ঠে সোমবার ‘প্রকাশিত খবরটি বিভ্রান্তিকর। ছবি: সিএ প্রেস উইং

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দৈনিক কালের কণ্ঠে আজ সোমবার ‘ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা’ শিরোনামে প্রকাশিত খবরটি বিভ্রান্তিকর বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, গতকাল রোববার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেউলিয়া আইনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। 

কিন্তু ‘কালের কণ্ঠ এই বৈঠকের পেছনের ধারণাটি বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বৈঠকে আলোচিত বিষয়গুলো সম্পর্কে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।’ 

পোস্টে বলা হয়, বৈঠকে অংশ নেওয়া সরকারের একজন মুখপাত্র বলেন, ‘বৈঠকে বাংলাদেশে একটি যথাযথ দেউলিয়া আইনের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়েছে যাতে একজন উদ্যোক্তা ব্যর্থ হলে ব্যক্তিগতভাবে সবকিছু হারানোর আগেই বেরিয়ে আসতে পারেন।’ 

আরও বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বা উন্নত দেশগুলোর মতো বাংলাদেশে কোনও সঠিক দেউলিয়া আইন নেই। ব্যবসায়ী এবং চেম্বার গ্রুপগুলো দীর্ঘদিন ধরে এমন একটি দেউলিয়া আইনের দাবি করে আসছে যা তাদের চাহিদা পূরণে সক্ষম হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৭০০ জন গ্রেফতার
নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদের সংস্কার জরুরি : মিয়া গোলাম পরওয়ার
কোনো ষড়যন্ত্রই বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না: গণঅধিকার পরিষদ 
সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫ জন গ্রেফতার
সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বাস্তব সমাধান: মৎস্য উপদেষ্টা
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার 
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০