‘ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা’ শিরোনামে খবরটি বিভ্রান্তিকর : সিএ প্রেস উইং

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ২১:৫০
কালের কণ্ঠে সোমবার ‘প্রকাশিত খবরটি বিভ্রান্তিকর। ছবি: সিএ প্রেস উইং

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দৈনিক কালের কণ্ঠে আজ সোমবার ‘ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা’ শিরোনামে প্রকাশিত খবরটি বিভ্রান্তিকর বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, গতকাল রোববার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেউলিয়া আইনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। 

কিন্তু ‘কালের কণ্ঠ এই বৈঠকের পেছনের ধারণাটি বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বৈঠকে আলোচিত বিষয়গুলো সম্পর্কে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।’ 

পোস্টে বলা হয়, বৈঠকে অংশ নেওয়া সরকারের একজন মুখপাত্র বলেন, ‘বৈঠকে বাংলাদেশে একটি যথাযথ দেউলিয়া আইনের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়েছে যাতে একজন উদ্যোক্তা ব্যর্থ হলে ব্যক্তিগতভাবে সবকিছু হারানোর আগেই বেরিয়ে আসতে পারেন।’ 

আরও বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বা উন্নত দেশগুলোর মতো বাংলাদেশে কোনও সঠিক দেউলিয়া আইন নেই। ব্যবসায়ী এবং চেম্বার গ্রুপগুলো দীর্ঘদিন ধরে এমন একটি দেউলিয়া আইনের দাবি করে আসছে যা তাদের চাহিদা পূরণে সক্ষম হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন 
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা: ভূমিধ্বসের আশঙ্কা 
পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন
১০