উন্নয়ন না হওয়ায় সন্দ্বীপের মানুষ দ্বীপে জিম্মি : জ্বালানি উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৫:২৭
মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি মন্ত্রণালয়

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫(বাসস): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ। স্বাধীনতার ৫৪ বছর পরেও এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। সন্দ্বীপের মানুষকে দ্বীপের মাঝে জিম্মি করে রাখা হয়েছে। এই এলাকার মানুষ নিজের ঘর-বাড়িতে আসা-যাওয়া বা আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যাওয়ার কষ্ট অবর্ণনীয়। এটা দেখলে মনে হয় কোন অপরাধের শাস্তি।

গতকাল রোববার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া গুপ্তছড়া ফেরিঘাটের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আমার বাড়িও সন্দ্বীপ, এই কষ্ট আমি উপলব্ধি করি। কিন্তু কষ্ট টা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে উন্নয়নের ইস্যু। উন্নয়ন সব ঢাকা কিংবা বড় শহরে হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, যেসব জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি সেসব জায়গায় পৌঁছাতে হবে।’

তিনি বলেন, মানুষকে শাস্তি দিতে চাইলে বলতে পারেন, তুমি একবারের জন্য হলেও সন্দ্বীপে যাও। কারণ সন্দ্বীপে যেতে পুরুষ নারী শিশুদের কোমড় পর্যন্ত পানিতে নামতে হয়। মাথার ওপরে মালপত্র নিয়ে অনেক কষ্টে নৌযানে উঠতে হয়। তাছাড়াও ঘাটে রয়েছে নানা অব্যবস্থাপনা।

উপদেষ্টা বলেন, ফেরির দুইপাশে সংযোগ সড়ক যেটি রয়েছে সেই কাজটি এখন করছি। আমরা আগামী মার্চের মধ্যে এটি সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

উপদেষ্টার ফেরিঘাট পরিদর্শনের সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামসহ বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে: নাহিদ ইসলাম
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১০