অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে মহড়ার আয়োজন -স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২০:৪৭
সোমবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিসের মহড়া পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: পিআইডি

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার ফাইটিং অনুশীলন মহড়ার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন সম্প্রতি সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ধরনের দুর্ঘটনা যাতে সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আর না ঘটে সেজন্য এ আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ মহড়া শুরু হবে। পর্যায়ক্রমে সচিবালয়ের অন্যান্য ভবনেও ফায়ার ফাইটিং মহড়ার আয়োজন করা হবে। দেশবাসীকে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতন করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ের ৮ নম্বর ভবনস্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত ফায়ার ফাইটিং মহড়ায় অংশগ্রহণ ও পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অগ্নি নির্বাপক যন্ত্র একটি সাধারণ ইক্যুইপমেন্ট। এটা সবার বাড়িতে রাখা উচিত। তিনি আরও বলেন কোথাও অগ্নি দুর্ঘটনা ঘটলে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলে নিজেই আগুন নেভাতে পারবে।

অনেক সময় ফায়ার ব্রিগেড আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে। সেজন্য সবার বাসায় অগ্নি নির্বাপক যন্ত্র রাখা উচিত। আর এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আগে থেকে অনুশীলন করা দরকার।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০