রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২২:১৭
সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশন অভিযান করে। ছবি: বাসস

রংপুর, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস): মেশিন ক্রয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন।

সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় রংপুরের উপ-পরিচালক মোহাম্মদ শাওন মিয়া এ অভিযান পরিচালনা করেন।

দুদক কর্মকর্তা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়ার ভেপুরাইজার মেশিন জার্মানির হায়ার কোম্পানির নামে বিল করা হলেও চায়নার মেশিন প্রদান করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমন ১৯টি মেশিন রয়েছে। এর বেশিরভাগ মেশিন চায়নার দেওয়া হয়েছে। জেলা কার্যালয়ের পক্ষ থেকে ঢাকায় এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হবে। এর প্রেক্ষিতেই ব্যবস্থা গ্রহণ করার হবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বাসস’কে বলেন, বিগত সময়ের টেন্ডারে ক্রয় করা মেশিন বিষয়ে দুদক অভিযান পরিচালনা করেছেন।

আগের টেন্ডারের মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
২ অক্টোবর থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ : মন্ত্রিপরিষদ সচিব
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৬০৭ জন গ্রেফতার
মাননীয় কথাটা থেকেই সমস্ত স্বৈরতন্ত্রের জন্ম হয় : মির্জা ফখরুল
দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি : ফয়জুল করিম
রংপুরের পীরগঞ্জে অটো রিকশার চাপায় শিশুর মৃত্যু
নতুন শিক্ষাক্রম কাঠামোয় বিএড পাঠদান 
১০