সুপারিশ পর্যালোচনা ও সমন্বয়ের জন্য কমিশন প্রধানগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৪:৫২

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের কাছে ইতিমধ্যে যে কমিশনগুলো তাঁদের প্রতিবেদন জমা দিয়েছে সেইসব কমিশনের সুপারিশমালা পর্যালোচনা এবং সমন্বয়ের জন্য অন্যান্য সংস্কার কমিশন প্রধানদের মধ্যে একটি মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ শিহাব উদ্দীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের কমিশন প্রধান সফর রাজ হোসেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের কমিশন প্রধানের পক্ষে বিচারপতি এমদাদুল হক অংশগ্রহণ করেন।

কমিশন প্রধানরা তাঁদের স্ব স্ব কমিশনের দেয়া সুপারিশগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এগুলোর ভেতরে ভিন্নমত থাকলে সেগুলো চিহ্নিত করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন।

এর পাশাপাশি, কমিশন প্রধানরা আশু ও দীর্ঘ মেয়াদে সংস্কারের বিষয়গুলো সুনির্দিষ্ট করতে একমত হন।

বিগত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন তুলে দেয় সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আটকের পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৫৮,৮৩১ মামলা নিষ্পত্তি
খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে অসহায় রোগীদের হুইল চেয়ার বিতরণ
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
১০