সুপারিশ পর্যালোচনা ও সমন্বয়ের জন্য কমিশন প্রধানগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৪:৫২

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের কাছে ইতিমধ্যে যে কমিশনগুলো তাঁদের প্রতিবেদন জমা দিয়েছে সেইসব কমিশনের সুপারিশমালা পর্যালোচনা এবং সমন্বয়ের জন্য অন্যান্য সংস্কার কমিশন প্রধানদের মধ্যে একটি মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ শিহাব উদ্দীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের কমিশন প্রধান সফর রাজ হোসেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের কমিশন প্রধানের পক্ষে বিচারপতি এমদাদুল হক অংশগ্রহণ করেন।

কমিশন প্রধানরা তাঁদের স্ব স্ব কমিশনের দেয়া সুপারিশগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এগুলোর ভেতরে ভিন্নমত থাকলে সেগুলো চিহ্নিত করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন।

এর পাশাপাশি, কমিশন প্রধানরা আশু ও দীর্ঘ মেয়াদে সংস্কারের বিষয়গুলো সুনির্দিষ্ট করতে একমত হন।

বিগত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন তুলে দেয় সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বলিভিয়ার প্রেসিডেন্ট প্রার্থী ক্ষমতাসীন দলের স্বরাষ্ট্রমন্ত্রী ডেল কাস্টিলো 
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ
দিনাজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত রায় বিচার বিভাগের বড় সাফল্য
ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় তিনজন রিমান্ডে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 
বনরক্ষীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ সচিব
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ
খুলনায় ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ সেমিনার 
১০