বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-এক্সারসাইজ সেফ গার্ড শুরু

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৭:৪৬

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২৪’ আজ মঙ্গলবার শুরু হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে।

বাংলাদেশের সমুদ্রসীমার সুরক্ষা ও সংকটকালে সংশ্লিষ্ট সামুদ্রিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় নিশ্চিত করার মাধ্যমে জলসীমার সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে প্রতি বছরের ন্যায় এ বছরও মহড়া পরিচালনা করা হবে।

নৌ সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩টি ধাপে অনুষ্ঠিতব্য এ মহড়ায় রয়েছে নৌ বহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিস্টিক্স অপারেশন, ল্যান্ডিং অপারেশন ও উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া প্রভৃতি।

চূড়ান্ত দিনে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে জাহাজ ও বিমান বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণ, বিমান বিধ্বংসী গোলাবর্ষণ, সাবমেরিন বিধ্বংসী রকেট ডেপথ চার্জ নিক্ষেপ, ভিবিএসএস, নৌ কমান্ডো ও নৌ যুদ্ধের বিভিন্ন রণকৌশল নিয়ে মহড়াটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ, নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস্ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার প্রত্যক্ষভাবে উক্ত মহড়ায় অংশগ্রহণ করবে।

এছাড়াও প্রতি বছরের ন্যায় বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এ মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহে বিদেশি বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে: এলজিডি সচিব
চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মিয়ানমারে পাচারকালে ১৭ টন ইউরিয়া সার উদ্ধার
বলিভিয়ার প্রেসিডেন্ট প্রার্থী ক্ষমতাসীন দলের স্বরাষ্ট্রমন্ত্রী ডেল কাস্টিলো 
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ
দিনাজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত রায় বিচার বিভাগের বড় সাফল্য
ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় তিনজন রিমান্ডে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 
১০