চাঁদপুরে দুই মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮

চাঁদপুর, ২১ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলা সদরে আজ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একহাজার একশ’ পিস ইয়াবা ট্যাবলেট-সহ মো. ফারুক গাজী (৪২) ও রাজু তালুকদার (৩৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে।

চাঁদপুর শহরের নিউ ট্রাংক রোড এলাকা থেকে তাদের সোমবার দিবাগত মঙ্গলবার মধ্যরাতে তাদেরকে আটক করা হয়েছে আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

আটক ফারুক গাজী জেলা সদরের ট্রাংক রোড সড়কের মৃত হাকিম গাজীর ছেলে এবং রাজু তালুকদার একই এলাকার জয়নাল তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মঙ্গলবার মধ্যরাতে যৌথ বাহিনী ট্রাংক রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ফারুক গাজীর কাছ থেকে দুইশ’ পিস এবং রাজু তালুকদারের কাছ থেকে নয়শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, মাদকসহ আকটকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুল্ডারের বিশ্ব রেকর্ডের টেস্ট জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে সুযোগ হয়নি বাবর-রিজওয়ানদের
পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে রংপুরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম ‘ইসল ডে’ উদ্‌যাপন
টানা ভারী বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ, পানিবন্দি হাজারো মানুষ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেস্ট হাউজের উদ্বোধন
ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছে নির্বাচন কমিশন: সিইসি
চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়েছেন ৩১৫ আইনজীবী
প্রথমবারের মতো বেপজার ‘বার্ষিক আর্থিক সম্মেলন’ অনুষ্ঠিত
১০