চাঁদপুরে দুই মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮

চাঁদপুর, ২১ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলা সদরে আজ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একহাজার একশ’ পিস ইয়াবা ট্যাবলেট-সহ মো. ফারুক গাজী (৪২) ও রাজু তালুকদার (৩৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে।

চাঁদপুর শহরের নিউ ট্রাংক রোড এলাকা থেকে তাদের সোমবার দিবাগত মঙ্গলবার মধ্যরাতে তাদেরকে আটক করা হয়েছে আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

আটক ফারুক গাজী জেলা সদরের ট্রাংক রোড সড়কের মৃত হাকিম গাজীর ছেলে এবং রাজু তালুকদার একই এলাকার জয়নাল তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মঙ্গলবার মধ্যরাতে যৌথ বাহিনী ট্রাংক রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ফারুক গাজীর কাছ থেকে দুইশ’ পিস এবং রাজু তালুকদারের কাছ থেকে নয়শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, মাদকসহ আকটকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন
গান পাউডারসহ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার 
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ নীতি বিষয়ক কর্মশালা
বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা প্রদানের আহ্বান বিশেষজ্ঞদের 
ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষিতে গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘ
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ২২০৮ মামলা
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষে নিয়াজ ও ফাহাদ
নির্বাচনে বাধা সৃষ্টিকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমেদ
ব্র্যাক, ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি
১০