ত্রাণ উপদেষ্টার সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৮:০৮
মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের সঙ্গে দেখা করেন কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং। ছবি: পিআইডি

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীকের সঙ্গে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন।

এসময় উভয়ের মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ বিষয়ে আলোচনা হয়।

হাইকমিশনার বাংলাদেশের বন্যা নিয়ে আলোচনা করেন এবং বন্যার পুনর্বাসন পরিকল্পনা সম্পর্কেও খোঁজখবর নেন। খবর তথ্য বিবরণীর।

হাইকমিশনার বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সরকারের পরিকল্পনার বিষয়ে অবহিত হন। তিনি দুর্যোগে আশ্রয় গ্রহণ, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা ও বিভিন্ন অগ্রাধিকার বিষয় নিয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন।

ত্রাণ উপদেষ্টা বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশ বিশেষত চট্টগ্রাম বিভাগের জনগণ ত্যাগ স্বীকার করছে। এ কারণে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের জন্যও উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। হাইকমিশনার বিষয়টিতে আগ্রহ দেখান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দেওয়ার জন্য হাইকমিশনার বাংলাদেশের প্রশংসা করেন।

এছাড়া, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্ব সম্প্রদায়ের মানবিক অবদান তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। হাইকমিশনার রোহিঙ্গা শরণার্থী আশ্রয়কেন্দ্রে দুর্যোগ সহনীয় গৃহনির্মাণের আগ্রহ প্রকাশ করেন।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০