ত্রাণ উপদেষ্টার সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৮:০৮
মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের সঙ্গে দেখা করেন কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং। ছবি: পিআইডি

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীকের সঙ্গে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন।

এসময় উভয়ের মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ বিষয়ে আলোচনা হয়।

হাইকমিশনার বাংলাদেশের বন্যা নিয়ে আলোচনা করেন এবং বন্যার পুনর্বাসন পরিকল্পনা সম্পর্কেও খোঁজখবর নেন। খবর তথ্য বিবরণীর।

হাইকমিশনার বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সরকারের পরিকল্পনার বিষয়ে অবহিত হন। তিনি দুর্যোগে আশ্রয় গ্রহণ, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা ও বিভিন্ন অগ্রাধিকার বিষয় নিয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন।

ত্রাণ উপদেষ্টা বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশ বিশেষত চট্টগ্রাম বিভাগের জনগণ ত্যাগ স্বীকার করছে। এ কারণে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের জন্যও উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। হাইকমিশনার বিষয়টিতে আগ্রহ দেখান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দেওয়ার জন্য হাইকমিশনার বাংলাদেশের প্রশংসা করেন।

এছাড়া, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্ব সম্প্রদায়ের মানবিক অবদান তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। হাইকমিশনার রোহিঙ্গা শরণার্থী আশ্রয়কেন্দ্রে দুর্যোগ সহনীয় গৃহনির্মাণের আগ্রহ প্রকাশ করেন।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ
সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিএনএ আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই
গোপালগঞ্জে ২ হাজার ৮২০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
গ্রামীণ নারী-শিশুর অপুষ্টি কমছে সবজি ও ছোট মাছে
ভোলায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী'র মতবিনিময় সভা
গণ-অভ্যুত্থানের গ্রাফিতির বইয়ের প্রচ্ছদকে গ্রেটার বাংলাদেশের মানচিত্র দাবিতে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
খাগড়াছড়িতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির
১০