লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৪:২১
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে । ছবি : বাসস

লালমনিরহাট, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জিমেইল আইডি হ্যাক করে ব্যাংক একাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগে আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাঙ্গালপাশা গ্রামের মো. জোনায়েদ (৪১) ও  দুখাই মাতাব্বর (৪৭)।

আজ শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার শাখাতি এলাকার বাসিন্দা মো. জাবেদ আলী থানায় একটি মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তার ব্যবসা প্রতিষ্ঠান সততা ট্রেডার্স-এর ব্যাংক লেনদেনের জিমেইল আইডি হ্যাক করে প্রতারক চক্র একাধিকবার টাকা স্থানান্তর করে।

গত ৭ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে তিনি পূর্ব সিন্দুর্গা ইউসিবি ব্যাংকের লোন একাউন্ট থেকে নিজের একাউন্টে ৩০ লাখ টাকা স্থানান্তর করেন। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে অজ্ঞাত ব্যক্তিরা পরপর পাঁচটি ট্রানজেকশনের মাধ্যমে তার একাউন্ট থেকে মোট ১৭ লাখ ৫৪ হাজার টাকা সিটি ব্যাংকের একটি একাউন্টে স্থানান্তর করে নেয়।

এ ঘটনায় ১২ সেপ্টেম্বর হাতীবান্ধা থানায় মামলা (নং-১৯/২০২৫, ধারা ৪০৬/৪২০ দণ্ডবিধি) দায়ের করা হয়। মামলা তদন্তে নেমে জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে।

পরবর্তীতে ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুরের ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রাম থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে। 

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত দুজনই আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা করে আসছিল বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা
টঙ্গীতে তুলার গোডাউনে আগুন 
মাগুরায় অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ
সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিএনএ আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই
গোপালগঞ্জে ২ হাজার ৮২০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
গ্রামীণ নারী-শিশুর অপুষ্টি কমছে সবজি ও ছোট মাছে
ভোলায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী'র মতবিনিময় সভা
গণ-অভ্যুত্থানের গ্রাফিতির বইয়ের প্রচ্ছদকে গ্রেটার বাংলাদেশের মানচিত্র দাবিতে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
খাগড়াছড়িতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
১০