৪৭তম বিসিএস’র আবেদনপত্র জমাদানের সময় বৃদ্ধি

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৮:২৪

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর অনলাইনে আবেদনপত্র জমাদানের সময় বাড়ানো হয়েছে। খবর তথ্য বিবরণীর।

তথ্য বিবরণীতে জানানো হয়, আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ, রাত ১১ টা ৫৯ মিনিটের পরিবর্তে ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ, রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞপ্তির অনুচ্ছেদ-১.০ (বিশেষ নির্দেশনা) এর উপ অনুচ্ছেদ-১.৩ (অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা) নিম্নরূপে সংশোধিত হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘১.৩ অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা: যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর আবেদনপত্র জমা দেওয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে, যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ৩০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।’

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এসব তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত
ভারী বর্ষণের সম্ভাবনা ৪ বিভাগে, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ 
কানাডার অর্থনীতি জোরদারে মার্ক কার্নির বড় প্রকল্প ঘোষণা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক
শিশু ও নারী উন্নয়নে প্রয়োজন জনসচেতনতা
মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল
মেক্সিকোতে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন
আটকের পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা
১০