৪৭তম বিসিএস’র আবেদনপত্র জমাদানের সময় বৃদ্ধি

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৮:২৪

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর অনলাইনে আবেদনপত্র জমাদানের সময় বাড়ানো হয়েছে। খবর তথ্য বিবরণীর।

তথ্য বিবরণীতে জানানো হয়, আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ, রাত ১১ টা ৫৯ মিনিটের পরিবর্তে ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ, রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞপ্তির অনুচ্ছেদ-১.০ (বিশেষ নির্দেশনা) এর উপ অনুচ্ছেদ-১.৩ (অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা) নিম্নরূপে সংশোধিত হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘১.৩ অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা: যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর আবেদনপত্র জমা দেওয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে, যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ৩০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।’

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এসব তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ
সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিএনএ আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই
গোপালগঞ্জে ২ হাজার ৮২০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
গ্রামীণ নারী-শিশুর অপুষ্টি কমছে সবজি ও ছোট মাছে
ভোলায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী'র মতবিনিময় সভা
গণ-অভ্যুত্থানের গ্রাফিতির বইয়ের প্রচ্ছদকে গ্রেটার বাংলাদেশের মানচিত্র দাবিতে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
খাগড়াছড়িতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির
১০