দুদকের মামলায় ছাগলকাণ্ডের মতিউরের রিমান্ড শুনানি ২৭ জানুয়ারি

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৮:৫২
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমান। ফাইল ছবি

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস): ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমানের বিরুদ্ধে এবার দুদকের মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেন ঢাকার একটি আদালত।

আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এদিন ধার্য করেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেন।

এর আগে ১৫ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তাদের বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। এদিন এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার। গত ১৮ জানুয়ারি রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৬ জানুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইনে অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে মতিউরের বিরুদ্ধে ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু
হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত
ভারী বর্ষণের সম্ভাবনা ৪ বিভাগে, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ 
কানাডার অর্থনীতি জোরদারে মার্ক কার্নির বড় প্রকল্প ঘোষণা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক
শিশু ও নারী উন্নয়নে প্রয়োজন জনসচেতনতা
মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল
মেক্সিকোতে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন
১০