বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাই প্রধানমন্ত্রী শিনাওয়াত্রার সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:১৮ আপডেট: : ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৩২
সুইজারল্যান্ডের দাভোসে আজ বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: Chief Adviser GOB ফেসবুক পেজ

দাভোস (সুইজারল্যান্ড), ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

প্রধান উপদেষ্টা আজ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গেও সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনা করেন।

এছাড়া তিনি জার্মানির হেড অব দ্য ফেডারেল চ্যান্সেলারি অ্যান্ড ফেডারেল মিনিস্টার ফর স্পেশাল টাস্ক  ওলফগ্যাং শ্মিটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, প্রধান উপদেষ্টা আজ ব্যস্ত দিন কাটাবেন। তাঁর ১৪টি বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

আজাদ মজুমদার বলেন, আজ প্রধান উপদেষ্টা দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপার্সন ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দের সঙ্গে বৈঠক করবেন।

গতকাল অধ্যাপক ইউনূস দাভোসে ছয়টি বৈঠকে যোগ দেন। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন।

প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গেও সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

এছাড়া প্রধান উপদেষ্টা গতকাল জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গেও বৈঠক করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমইউতে আন্তর্জাতিক রেডিওলজি দিবস ২০২৫ উদযাপিত
আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে: শফিকুল আলম
শেরপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেল বাংলাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার
শ্রীলংকা দলে নতুন মুখ এসহান ও রত্নানায়েকে
চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে টিটিপাড়া আন্ডারপাস
হাসপাতালে চিরকুটসহ নবজাতক : পাশে দাঁড়ালো ‘নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’ 
১০