মহাকবির স্বদেশ প্রেমের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার 

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬
হাকবি মাইকেল মধুসূদন দত্ত।

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্বদেশ প্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

আগামীকাল মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্ম উৎসব উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি, ১৮২৪-২৯ জুন, ১৮৭৩) বাংলা সাহিত্যের এক ক্ষণজন্মা প্রবাদপুরুষ। কালোত্তীর্ণ এ কবি মহাকাব্য, চতুর্দশপদী কবিতা, নাটকসহ বাংলা সাহিত্যের বিবিধ শাখায় তার বহুমাত্রিকতার স্বাক্ষর রেখেছেন এবং সাহিত্যের গঠনশৈলীতে এনেছেন আধুনিকতার ছোঁয়া।  

প্রধান উপদেষ্টা বলেন, আধুনিকতার যে ধারা মহাকবি বাংলা সাহিত্যে প্রবর্তন করেন, তা পরবর্তী কবি ও সাহিত্যিকদের পথনির্দেশনা হিসেবে কাজ করেছে অমিয় তেজ ও ঐশ্বর্যে। দীর্ঘ প্রবাস জীবন সত্ত্বেও মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ তার সৃষ্টিকর্মে সহস্রধারায় প্রকাশ পেয়েছে। 

তিনি বলেন, বাংলা সাহিত্যের আধুনিকতার আলোকবর্তিকা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্ম উৎসব উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও জেলা প্রশাসন, যশোরের আয়োজনে কবির পুণ্য জন্মস্থান যশোর জেলার সাগরদাঁড়িতে ৭ দিনব্যাপী ‘মধুসূদন জন্ম উৎসব’ ও ‘মধুমেলা ২০২৫’ আয়োজনে গৃহীত উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।

প্রধান উপদেষ্টা মহাকবির জন্ম উৎসবকে কেন্দ্র করে সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি এ উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুরকিনা ফাসোতে সন্দেহভাজন জিহাদিদের হামলায় ৭ পুলিশ ও ১ সৈন্য নিহত
গাজায় ৫ ইসরাইলি সেনা নিহত
হোয়াইট হাউসের নৈশভোজে নেতানিয়াহুকে গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের চাপ
রাউজানের প্রকৌশলী নুরুল আলম হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
নাটোরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ উদযাপনে প্রস্তুতি সভা
ইউরো গ্রহণের চূড়ান্ত অনুমোদন পেল বুলগেরিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় ইতিবাচক সমাধানের প্রত্যাশা বাংলাদেশের : প্রেস সচিব
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত
আফগানিস্তানে নারীদের ওপর 'পরিকল্পিত নিপীড়নের' নিন্দা জাতিসংঘের
সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
১০