প্রধান উপদেষ্টা দাভোসে তৃতীয় দিন ব্যস্ত সময় পার করছেন

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা। ছবি : পিআইডি

দাভোস, (সুইজারল্যান্ড), ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের তৃতীয় দিন আজ বৃহস্পতিবার ব্যস্ত সময় পার করছেন।

ইতিমধ্যে তিনি আজ সকালে ফেসবুক-এর মূল কোম্পানি মেটার গ্লোবাল এ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ এবং বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান আহমেদ বিন সুলাইমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে এবং উন্নত বিনিয়োগ পরিবেশে আমরা আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে প্রস্তুত।

অধ্যাপক ইউনূস আজ মোট ১৪টি ইভেন্টে অংশগ্রহণ করবেন।

এর আগে গতকাল বুধবার তিনি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, জার্মানির ফেডারেল চ্যান্সেলারির প্রধান ও বিশেষ কার্যাদির ফেডারেল মন্ত্রী উলফগ্যাং শ্মিট, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা, সুইজারল্যান্ডের ফেডারেল পররাষ্ট্র বিভাগের ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি, জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মার্কিন বিশেষ দূত জন কেরি এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি
নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
খুবিতে অভিবাসন ও উচ্চ শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
সার্বীয় তেল কোম্পানি থেকে রাশিয়ার মালিকানার অবসান ঘটাতে হবে : যুক্তরাষ্ট্র
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না : জহির উদ্দিন স্বপন
বাউফলে বিএনপি নেতা মুনির হোসেনের গণসংযোগ
১০