চট্টগ্রাম বেতার কেন্দ্রকে দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়ন করা হবে : তথ্য ও সম্প্রচার সচিব

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২২:১২
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। ফাইল ছবি

চট্টগ্রাম, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের কার্যক্রমকে চট্টগ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়ন করা হবে।

তিনি বলেন, শ্রোতাদের আরো আকৃষ্ট করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে কেন্দ্রের কর্মকর্তা ও শিল্পীদের উচিত সময়োপযোগী অনুষ্ঠান পরিকল্পনা ও পরিবেশন করা।

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারী ও কলা কুশলীদের সাথে মতবিনিময় সভায় তথ্য সচিব আজ বৃহস্পতিবার এসব কথা বলেন। 

এর আগে তথ্য সচিব চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কমার্শিয়াল এলাকায় ‘বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন’ শীর্ষক প্রকল্পের অধীনে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ২০ তলা ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। 

তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, এলাকার সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যের কথা মাথায় রেখে কেন্দ্রের অনুষ্ঠান গ্রহণে অধিকতর মনোযোগী হতে হবে। এ বিষয়ে কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

চট্টগ্রাম বেতার কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তথ্য সচিব। 

এসময় তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাশেদ আল আমিন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ হোসেন, প্রধান প্রকৌশলী মুনির আহমেদ, বাংলাদেশ বেতার চট্টগ্রামের পরিচালক মাহফুজুল হক, প্রকল্প পরিচালক আশিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০