সিরাজগঞ্জ ও পঞ্চগড় জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:২৮ আপডেট: : ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩
ছবি : বাসস

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জ ও পঞ্চগড় জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।

এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের বাঘাবাড়িতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। 

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪২মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারের বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থার করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ধর্ম উপদেষ্টা / সারাদেশে বেহাত ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারে অভিযান শুরু হচ্ছে : ধর্ম উপদেষ্টা 
‘মওদূদীর ইসলাম’ বলে স্বতন্ত্র কোন ইসলাম নেই: বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভ্যান্স ২০২৮ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন 
জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পত্র 
চট্টগ্রামের সাতকানিয়ায় দুই পল্লী চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা
মিরপুরে জাল টাকা ও প্রিন্টারসহ যুবক গ্রেফতার
জাতীয় স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থাকুন: তারেক রহমান 
শেখ সেলিম ও তার পরিবারের ব্যাংক ও বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ
হাসিনার সময়ে পুরো দেশটাই জেলখানা ছিল: পরিবেশ উপদেষ্টা 
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে আরও ২৫% শুল্ক বসালেন ট্রাম্প
১০