ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিচ্ছেন জায়মা রহমান

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৭ আপডেট: : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জায়মা রহমান। ছবি: বাসস

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন তার একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।

এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন- বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে দুপুরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের কাছে জায়মা রহমানের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জায়মা রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন কিনা?- বিমানবন্দরে অপেক্ষারত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, ‘হ্যাঁ, জায়মা রহমান যাচ্ছেন।’

তিনি বলেন, ‘এ অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন না। তবে তার পক্ষ থেকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন তার মেয়ে জায়মা রহমান। তাকে ‘রিপ্রেজেন্ট’ করবেন তার মেয়ে জায়মা রহমান। তিনি লন্ডন থেকে যোগ দেবেন।’   

এসময় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমরা আমন্ত্রিত হয়েছি। আমরা সেখানে যাচ্ছি। সাইডলাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে বিএনপি’র তিন সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।

গত ১১ জানুয়ারি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০