সুনামগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা 

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৪
সুনামগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা  চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।ছবি ; বাসস

সুনামগঞ্জ, ৩ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস) : জেলায় আজ ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল আলম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা শেফাউর রহমান, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন সুলতানা প্রমুখ।

এর আগে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্ত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরে অতিথিরদের নিয়ে মেলার স্টলগুলো ঘুরে দেখেন তিনি।

মেলায় ৮টি স্টল বসেছে। এগুলো হচ্ছে, শস্য বিন্নাস পরিবর্তন স্টল, সর্জন পদ্ধতিতে সবজি চাষ, ভাসমান বেডে সবজি চাষ, বস্তায় আদা ও সবজি চাষ,  মিশ্র ও একত্র ফল বাগান, নিরাপদ ফসল চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি।

তিনদিন ব্যাপী এ মেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১৩ কেজি হরিণের মাংসসহ ৮ শিকারি আটক 
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
১০