বায়ুদূষণ পর্যবেক্ষণে বাংলাদেশকে ৮৩৫ মিলিয়ন ইয়েন অনুদান দেবে জাপান

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯
আজ বাংলাদেশ ও জাপান সরকার একটি চুক্তি স্বাক্ষরের সময় জাপান সরকারের সংসদীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী ইকুইনা আকিকো উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশের বায়ুদূষণ পরিস্থিতি পর্যবেক্ষণে ৮৩৫ মিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ৬৪ কোটি ৮৭ লাখ টাকা অথবা ৫ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দেবে জাপান।

আজ এই বিষয়ে বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে একটি ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জাপানের পক্ষে রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদি চুক্তিতে সই করেন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাপান সরকারের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ইকুইনা আকিকো এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকল্পটি ২০২৫ সালের মার্চ থেকে ২০২৮ সালের জুনের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তর বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বায়ুদূষণ পরিমাপ ও বিশ্লেষণ করা হবে। বিশেষ করে, যানবাহন থেকে নিঃসৃত ধোঁয়া পর্যবেক্ষণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রকল্পের অংশ হিসেবে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে সার্বক্ষণিক বায়ু পর্যবেক্ষণ স্টেশন বসানো হবে।

দ্বিপাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগি দেশ। সহজ শর্তে ঋণের পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় সহায়তাসহ বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে জাপান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তথ্য অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে সভা
সুনামগঞ্জে জমকালো আয়োজনে আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজা শুরু
দুর্গাপূজার নির্বিঘ্ন আয়োজনে কোথাও কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামগঞ্জে তথ্য অধিকার দিবস পালিত
ট্রাফিক আইন মেনে চলার আহ্বান বিএমপি কমিশনারের
সার সরবরাহ নিশ্চিতে লালমনিরহাটে কড়া নজরদারি
কুয়াকাটা সৈকতে ফের ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন
শিবপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমের ক্যাম্পেইন বিএনপির
দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করবে দুই মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী: সমাজকল্যাণ উপদেষ্টা
১৬ বছর পর ঠাকুরগাঁওয়ের রসিক রায় জিউ মন্দিরে দুর্গোৎসব
১০