আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩০
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত -ছবি : বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো  আমেরিকান প্রবাসী সংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক। গত  ৩১ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডের একটি পার্টি হলে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুরু হয়।

এতে প্রেসক্লাব পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবি, কবি, লেখক, সংস্কৃতি এবং সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক বালাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফারাহ হাসিন ও দর্পণ কবীরের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা এবং আজকাল পত্রিকার সম্পাদক শাহনেওয়াজ । অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক নতুন কমিটির নেতারা মঞ্চে আসন গ্রহণ করেন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার।

শওকত ওসমান রচি তার বক্তৃতায় বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, আমাদের দায়িত্ব সঠিক তথ্যের প্রচার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা । এই দায়িত্বের প্রতি আমাদের দায়বদ্ধতা, আন্তরিকতা এবং কাজের প্রতি গভীর ভালোবাসা থাকবে।

সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার বলেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি এবং সংশ্লিষ্ট আইন অনুসরণ করা একটি জটিল বিষয়। আমাদের দায়িত্ব হল সঠিক তথ্য সংগ্রহ করা এবং জনগণের সামনে তুলে ধরা, যাতে সমাজে সচেতনতা বৃদ্ধি পায়। এই ক্লাবের মাধ্যমে আমরা সামাজিক দায়বদ্ধতা ও সাংবাদিকতার নৈতিকতা নিয়ে কাজ করবো এবং আমাদের পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা বিনিময় করবো।

এছাড়া অনুষ্ঠানে কনসাল জেনারেল নাজমুল হুদা ছাড়াও অন্যদের মধ্যে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহনেওয়াজ, এটর্নি মঈন চৌধুরী, উৎসব গ্রুপের সিইও রায়হান জামান, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মাদ সাঈদ, সাবেক সভাপতি ও দেশকন্ঠের সম্পাদক দর্পণ কবীর, সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক,যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন উপদেষ্টা পরিষদের
পুরোনো অপ্রাসঙ্গিক ভিডিওকে গোপালগঞ্জে হত্যা বলে অপপ্রচার হচ্ছে: ফ্যাক্টওয়াচ
এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা পরিকল্পিত: বিএনপি
গবেষণাভিত্তিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার ওপর স্বাস্থ্য উপদেষ্টার গুরুত্বারোপ
গোপালগঞ্জে অন্যায়কারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফেনীতে ভারতীয় পণ্য জব্দ
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরো ২৪ জনকে পুশইন
ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে কফিন মিছিল অনুষ্ঠিত
গোপালগঞ্জের সহিংস ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে সরকার
১০