স্ত্রী-সন্তানসহ সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৫
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান। ছবি: বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত-আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগম ও তার ছেলে মো. রাকিবুজ্জামানের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে জানান, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।  

প্রথম মামলায় নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৭২ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তিনি নিজ নামে ৩১টি ব্যাংক হিসাবে মোট ৩৩ কোটি ৮১ লাখ ৮০ হাজার ৪৭৮ টাকা জমা এবং মোট ২৮ কোটি ২৬ লাখ ৬৫ হাজার ২০৩ টাকা উত্তোলনসহ সর্বমোট ৬২ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৬৮১ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগ আনা হয়েছে। 

দ্বিতীয় মামলায় নুরুজ্জামান আহমেদের স্ত্রী মোছা. হোসনে আরা বেগম এবং নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৬১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।  এ ছাড়া নুরুজ্জামানের স্ত্রীর নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে মোট ২৫ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ২৯৩ টাকা জমা ও ২৪ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৫৬৭ টাকা উত্তোলনসহ সর্বমোট ৫০ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগ রয়েছে।

তৃতীয় মামলার আসামি তার ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে তার পিতা নুরুজ্জামান আহমেদের  ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তার নিজ নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ১১ কোটি ২৬ হাজার ৩৪ হাজার ৫৭৪ টাকা জমা এবং ১১ কোটি ১৬ লাখ ৬৮ হাজার ৪১১ টাকা উত্তোলনসহ সর্বমোট ২২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯২৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার অভিযোগ রয়েছে। এই মামলায়ও নুরুজ্জামান আহমেদকে আসামি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বাংলার জমিনে রয়ে গেছে : অধ্যক্ষ আলমগীর হোসেন
সমাজকল্যাণমূলক বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: শারমীন এস মুরশিদ 
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৪২৮
সংসদ নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে মতবিনিময় করতে রংপুর যাচ্ছেন সিইসি
রাফিউস সাজ্জাদ বাপাউবো প্রকৌশলী সমিতির কমিটির আহ্বায়ক
ওএসডি হওয়া ৭৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ধর্ম উপদেষ্টা / সারাদেশে বেহাত ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারে অভিযান শুরু হচ্ছে : ধর্ম উপদেষ্টা 
‘মওদূদীর ইসলাম’ বলে স্বতন্ত্র কোন ইসলাম নেই: বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভ্যান্স ২০২৮ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন 
জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পত্র 
১০