সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদসহ ৩ জন রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৯
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ফাইল ছবি

মেহেরপুর, ৩ ফেব্রুয়ারি, ২০২৫  (বাসস) : সন্ত্রাস বিরোধী আইনে মেহেরপুরে দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলের তিন দিন করে এবং ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের দুই দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে আজ মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শারমিন নাহার এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট কামরুল হাসান বাসস'কে জানান, ‘৫ আগষ্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে তাদের তিন জনের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।’

মামলার সূত্র থেকে জানা যায়, সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

ওই মামলার প্রধান আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ২৯ জানুয়ারি রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর নিয়ে আসা হয় ফরহাদ হোসেনকে। এর আগে বিগত ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে হত্যা মামলায় গ্রেফতার করে র‌্যাব। তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েকটি  মামলা ছাড়াও মেহেরপুরেও একাধিক মামলা আছে।

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার দুটি মামলায় ফরহাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে গত ৩০ জানুয়ারি দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছিলেন আদালত। ২ দিনের রিমান্ড শেষ আজ আদালতে তোলা হলে আদালত আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে নির্মাণ হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
রংপুরের পীরগঞ্জে ট্রাক বাস সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জে সামরিক অভিযানের ভিডিওটি ভুয়া: বাংলা ফ্যাক্ট
ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন উপদেষ্টা পরিষদের
পুরোনো অপ্রাসঙ্গিক ভিডিওকে গোপালগঞ্জে হত্যা বলে অপপ্রচার হচ্ছে: ফ্যাক্টওয়াচ
এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা পরিকল্পিত: বিএনপি
গবেষণাভিত্তিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার ওপর স্বাস্থ্য উপদেষ্টার গুরুত্বারোপ
গোপালগঞ্জে অন্যায়কারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফেনীতে ভারতীয় পণ্য জব্দ
১০