আদালতের আদেশ অমান্য, সাবেক ডিসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫

মাগুরা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মাগুরার মহম্মদপুরে আদালতের আদেশ অমান্য করায় সাবেক ও বর্তমান প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মাগুরার বিজ্ঞ মহম্মদপুর সহকারী জজ আদালতে দায়ের করা হয়েছে।

মাগুরার সাবেক জেলা প্রশাসক আবু নাছের বেগ, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব মালো ও মহম্মদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এনামুল কবীরের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে। 

বাদী পক্ষের দাবি, ২০০৬ সালে দেং-৩০/০৬ নং দেওয়ানি মোকদ্দমায় বিজ্ঞ মহম্মদপুর সহকারী জজ আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। এই রায়ে বাদীপক্ষের শান্তিপূর্ণ ভোগ দখল নিশ্চিত করার জন্য বিবাদী পক্ষকে জমি দখলে বিঘ্ন সৃষ্টি করা থেকে বিরত থাকতে বলা হয়। তবে, রায়ের পরেও এটি কার্যকর করা হয়নি এবং আদালতের আদেশ লঙ্ঘন করে বাদী পক্ষের মালিকানাধীন জমি মহম্মদপুর মৎস্যজীবী সমিতির অনুকূলে ইজারা প্রদান করা হয়। 

বাদীপক্ষ ২০১০ সালের ১২ জানুয়ারি আদালতের রায় পান। পরবর্তীতে বিবাদী পক্ষরা রায়ের বিরুদ্ধে দেওয়ানী আপিল ১০/১০ নং মোকদ্দমা দায়ের করেন যা খারিজ হয়। এরপর, হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন/সিভিল রুল ৩৩২/১৬ মোকদ্দমা দায়ের করা হলে ২০২২ সালের ২৭ জুন তারিখে সেটিও খারিজ করা হয়।

বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী, আদালতের আদেশ যথাযথভাবে কার্যকর না করে বিবাদী পক্ষ নালিশি জমি অন্যদের ইজারা প্রদান করে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হন। এ কারণে বাদীপক্ষ তাদের স্বত্বভুক্ত জমিতে দখল নিতে পারেননি। আদালতের আদেশ লঙ্ঘন ও অবজ্ঞার কারণে ২০২৪ সালের ১৫ অক্টোবর বাদী পক্ষ আদালতে মামলাটি দায়ের করেন।

বাদীপক্ষ আদালতের আদেশ কার্যকর করার দাবি জানান এবং আদেশ অমান্যকারী বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেল জরিমানা দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বাংলার জমিনে রয়ে গেছে : অধ্যক্ষ আলমগীর হোসেন
সমাজকল্যাণমূলক বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: শারমীন এস মুরশিদ 
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৪২৮
সংসদ নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে মতবিনিময় করতে রংপুর যাচ্ছেন সিইসি
রাফিউস সাজ্জাদ বাপাউবো প্রকৌশলী সমিতির কমিটির আহ্বায়ক
ওএসডি হওয়া ৭৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ধর্ম উপদেষ্টা / সারাদেশে বেহাত ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারে অভিযান শুরু হচ্ছে : ধর্ম উপদেষ্টা 
‘মওদূদীর ইসলাম’ বলে স্বতন্ত্র কোন ইসলাম নেই: বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভ্যান্স ২০২৮ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন 
জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পত্র 
১০