আদালতের আদেশ অমান্য, সাবেক ডিসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫

মাগুরা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মাগুরার মহম্মদপুরে আদালতের আদেশ অমান্য করায় সাবেক ও বর্তমান প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মাগুরার বিজ্ঞ মহম্মদপুর সহকারী জজ আদালতে দায়ের করা হয়েছে।

মাগুরার সাবেক জেলা প্রশাসক আবু নাছের বেগ, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব মালো ও মহম্মদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এনামুল কবীরের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে। 

বাদী পক্ষের দাবি, ২০০৬ সালে দেং-৩০/০৬ নং দেওয়ানি মোকদ্দমায় বিজ্ঞ মহম্মদপুর সহকারী জজ আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। এই রায়ে বাদীপক্ষের শান্তিপূর্ণ ভোগ দখল নিশ্চিত করার জন্য বিবাদী পক্ষকে জমি দখলে বিঘ্ন সৃষ্টি করা থেকে বিরত থাকতে বলা হয়। তবে, রায়ের পরেও এটি কার্যকর করা হয়নি এবং আদালতের আদেশ লঙ্ঘন করে বাদী পক্ষের মালিকানাধীন জমি মহম্মদপুর মৎস্যজীবী সমিতির অনুকূলে ইজারা প্রদান করা হয়। 

বাদীপক্ষ ২০১০ সালের ১২ জানুয়ারি আদালতের রায় পান। পরবর্তীতে বিবাদী পক্ষরা রায়ের বিরুদ্ধে দেওয়ানী আপিল ১০/১০ নং মোকদ্দমা দায়ের করেন যা খারিজ হয়। এরপর, হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন/সিভিল রুল ৩৩২/১৬ মোকদ্দমা দায়ের করা হলে ২০২২ সালের ২৭ জুন তারিখে সেটিও খারিজ করা হয়।

বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী, আদালতের আদেশ যথাযথভাবে কার্যকর না করে বিবাদী পক্ষ নালিশি জমি অন্যদের ইজারা প্রদান করে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হন। এ কারণে বাদীপক্ষ তাদের স্বত্বভুক্ত জমিতে দখল নিতে পারেননি। আদালতের আদেশ লঙ্ঘন ও অবজ্ঞার কারণে ২০২৪ সালের ১৫ অক্টোবর বাদী পক্ষ আদালতে মামলাটি দায়ের করেন।

বাদীপক্ষ আদালতের আদেশ কার্যকর করার দাবি জানান এবং আদেশ অমান্যকারী বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেল জরিমানা দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান গ্রেফতার
রাজশাহীতে নির্মাণ হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
রংপুরের পীরগঞ্জে ট্রাক বাস সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জে সামরিক অভিযানের ভিডিওটি ভুয়া: বাংলা ফ্যাক্ট
ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন উপদেষ্টা পরিষদের
পুরোনো অপ্রাসঙ্গিক ভিডিওকে গোপালগঞ্জে হত্যা বলে অপপ্রচার হচ্ছে: ফ্যাক্টওয়াচ
এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা পরিকল্পিত: বিএনপি
গবেষণাভিত্তিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার ওপর স্বাস্থ্য উপদেষ্টার গুরুত্বারোপ
গোপালগঞ্জে অন্যায়কারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০