চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার ১১ আসামি আরেক মামলায় শ্যোন এ্যারেস্ট

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৭
আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেফতার হওয়া ১১ আসামিকে আরেকটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ছবি: বাসস

চট্টগ্রাম, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার হওয়া ১১ আসামিকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত আরেকটি মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ আদেশ দেন।

গ্রেফতার ১১ জন হলেন- প্রেমনন্দন দাশ, রনব দাশ, বিধান দাশ, বিকাশ দাশ, রুমিত দাশ, রাজ কাপুর, সামির দাশ, শিব কুমার দাশ, ওম দাশ, অজয় দাশ ও দেবী চরণ। তারা সবাই নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোডের সেবক কলোনির বাসিন্দা।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, সনাতনী হিন্দু জাগরণ মঞ্চের নেতা ও বহিষ্কৃত ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ওই ১১ আসামি পুলিশের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

আজ তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত বছরের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেশদ্রোহ মামলায় ডিবি পুলিশ আটক করে। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

চিন্ময়ের জামিন আবেদন নাকচ হওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের এক পর্যায়ে চট্টগ্রাম আদালত ভবনের কাছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সাইফুল ইসলামের বাবা ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

একই দিন আলিফের ভাই ১১৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন। এছাড়া সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ আরও তিনটি মামলা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০