বগুড়ায় বারি-১৪ জাতের সরিষা চাষে মাঠ দিবস

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৮ আপডেট: : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯
বগুড়ায় বারি-১৪ জাতের সরিষা চাষে মাঠ দিবস। ছবি ; বাসস

বগুড়া, ৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলার গাবতলী উপজেলায় আজ বারি- ১৪ জাতের সরিষা উৎপাদন প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর ১২টায় গাবতলী উপজেলার কোলাকোপা সুবোধ বাজারে কৃষকদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)- এর সরজমিন গবেষণা বিভাগ। 

বিএআরআই, বগুড়া- এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (সরেজমিন গবেষণা বিভাগ) কৃষিবিদ ড. মো. মাহমুদুল হাসান সুজা’র সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

বিএআরআই, বগুড়ার (সরেজমিন গবেষণা বিভাগ) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মুহা. তানবীর হাসানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মসলা গবেষণা কেন্দ্র, বগুড়া-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জুলফিকার হায়দার প্রধান, গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। 

মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে কৃষিবিদ ড. মো. মাহমুদুল হাসান সুজা জানান, বারি-১৪ জাতের সরিষা ৭৫ দিন থেকে ৮০ দিনের মধ্যে কর্তন করা যায়। প্রতিবিঘায় ফলন হয় পাঁচমণের অধিক। এতে দুই ফসলি জমি তিন ফসলি জমিতে রূপান্তর হয় এবং ফসলের নিবিড়তা বৃদ্ধি পায়। কৃষক আমন ধান করার পরে অল্প সময়ের জন্য বারি- ১৪ জাতের সরিষা চাষ শেষে সহজেই বোরো ধান আবাদ করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থার মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
ঝুঁকিপূর্ণ পেশায় বাড়ছে নারীর অংশগ্রহণ : সাহস, প্রতিভা ও দায়িত্ববোধের অনন্য সাক্ষর
পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা সেনানিবাসের জিওসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তির সময়সীমা বাড়লো
চট্টগ্রাম জেলা আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমেছে
নবমীতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রকাশ
অপরাধী যতই শক্তিশালী হোক আইনের আওতায় আনা হবে : সেক্টর কমান্ডার সোহেল
জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
১০