ডিজিটাল সেবার মাধ্যমে ভূমি সেবা সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনা সম্ভব : ভূমি উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন। ছবি বাসস

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে মানুষের মনে ভূমি সেবা সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনা সম্ভব। এর জন্য সেবা প্রদানকারীদের দক্ষতাবৃদ্ধি এবং ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল সেবা নিশ্চিত করতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে অটোমেটেড ভূমিসেবা সিস্টেম সফটওয়্যার সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভূমি উপদেষ্টা এ সময় আরও বলেন, অনলাইনে ঘরে বসে মৌজা ম্যাপ, জমির পরচা, খতিয়ান পাওয়া যাবে, তেমনিভাবে জমির খাজনাও দেয়া যাবে। এই পদ্ধতিতে কোনো ভোগান্তি, অস্বচ্ছতা ও দুর্নীতি থাকবে না। ডিজিটাল ভূমিসেবার ফলে ভূমি সংক্রান্ত মামলার সংখ্যা কমে যাবে, ফৌজদারি মামলার সংখ্যাও হ্রাস পাবে।

সভায় প্রকল্প পরিচালক জানান, ২০১৭ সালে সারা দেশে অনলাইনে নামজারি সেবা চালু হলেও বর্তমানের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি উন্নততর সংস্করণ তৈরি করা হয়েছে।

শুরু থেকে এ পর্যন্ত ৭ বছর ৯ মাসে মোট ১ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৩৮০ টি নামজারির আবেদন জমা পড়েছে। নিষ্পত্তির হার ৯৭ দশমিক ৩ ভাগ। নাগরিক আবেদনের অনেক তথ্য সিস্টেম থেকে অটোমেটিক ভাবে যাচাই হয়ে যাবে। অটোমেটেড ভূমি সেবার সফটওয়্যারসমূহকে জনবান্ধব ও ব্যবহার উপযোগী করার জন্য কৃত্তিম বুদ্ধিমত্তাসহ অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন ঘটানো হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক।

সভায় সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. মাহবুব হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে অগ্নি প্রতিরোধ ও উদ্ধার মহড়া
মশার বংশবৃদ্ধি রোধে শহর জুড়ে কেসিসির পরিচ্ছন্নতা অভিযান
মির্জাপুরে দানবীর রণদা প্রসাদের জন্মজয়ন্তী পালিত
পটুয়াখালীতে জিয়া পরিষদ নেতার উঠান বৈঠক
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 
কুয়াকাটার বাজারে বিরল ‘কিং চাঁদা’ মাছ
মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৩ জনের প্রাণহানি, আহত ১১ 
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে মাঝারি ধরনের ভারী বর্ষণের শঙ্কা
নেত্রকোণায় ভারতীয় কম্বলসহ পাচারকারী আটক  
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
১০