সিআরআই’র নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০২
সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ। কোলাজ

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, সিআরআইয়ের বিরুদ্ধে আজ অভিযান চালিয়েছে দুদক। অভিযানে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ পাওয়া পায় দুদকের এনফোর্সমেন্ট টিম। অভিযানকালে তারা ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সিআরআইয়ের ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করে।

প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দুদক আইএফআইসি ব্যাংকে সিআরআইয়ের নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার একটি এফডিআর খুঁজে পায়। এছাড়া সোনালী ব্যাংকের লেনদেনের রেকর্ডও পাওয়া গেছে।

তিনি বলেন, সিআরআইয়ের পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে অভিযান চালানো হয়।

মহাপরিচালক বলেন, অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় যে সিআরআইয়ের চেয়ারম্যান হিসেবে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), ভাইস-চেয়ারম্যান হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের নাম উল্লেখ রয়েছে।

সিআরআই’র ট্রাস্টিদের মধ্যে রয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক এবং নসরুল হামিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমইউ’তে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ফটো এক্সিবিশন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
শ্রীলংকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সরকার বিল ও জলাভূমি সংরক্ষণে নিরলসভাবে কাজ করছে : সৈয়দা রিজওয়ানা হাসান
নির্বাচনের আগে দেশবাসী দৃশ্যমান বিচারের উদ্যোগ দেখতে চায় : জুলাই যোদ্ধা সংসদ
অবশেষে শুটিং ফেডারেশনের এ্যাডহক কমিটি ঘোষনা
লর্ডসে রোমাঞ্চকর জয়ের পর পয়েন্ট হারাল ইংল্যান্ড
জুলাই শহীদ দিবস উপলক্ষে এফবিসিসিআই’র দোয়া ও মিলাদ মাহফিল
পবিপ্রবিতে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
বাউবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত
মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদের জবাব দেওয়া হবে : নাহিদ ইসলাম
১০