গ্রন্থাগার সামাজিক শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রন্থাগার সামাজিক শিক্ষা আন্দোলনের পথিকৃৎ। রাষ্ট্রের বিভিন্ন সেক্টরকে সংস্কার করতে গণগ্রন্থাগারের এক বিশেষ ভূমিকা রয়েছে। 

আগামীকাল ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, দেশের গণগ্রন্থাগারগুলোর পাঠকদের একটা বড় অংশ তরুণ । গ্রন্থাগার সমাজ তথা দেশকে বৈষম্যহীন করে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে জ্ঞানার্জন, গবেষণা, চেতনা ও মূল্যবোধের বিকাশ, সংস্কৃতি চর্চা ইত্যাদির মাধ্যমে আলোকিত করে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। জ্ঞানমনস্ক আলোকিত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে গণগ্রন্থাগার এক বিশেষ ভূমিকা পালন করে থাকে।’

তিনি বলেন, দেশ উন্নয়নের অগ্রযাত্রায় গ্রন্থাগারের সেবাদান কার্যক্রমও উন্নত থেকে উন্নততর হচ্ছে। আমাদের দেশের গ্রন্থাগারসমূহ তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় আন্তর্জাতিক মানের গ্রন্থাগারসমূহের মতো উন্নত এবং সমৃদ্ধ হচ্ছে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই ২০২৪ এর গণ-অভ্যুত্থানে শহিদদের স্মৃতি ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এর সঠিক ইতিহাস জানাতে গণগ্রন্থাগারের বিশেষ ভূমিকা রয়েছে। আর এটি নিশ্চিত করার জন্য মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। পাঠাভ্যাস গড়ে তুলতে চাই পর্যাপ্ত পাঠোপকরণ। পাঠোপকরণের মধ্যে অন্যতম হলো বই। একটি মানসম্পন্ন বই পারে মানুষের মনোজগৎ জাগ্রত করতে, বেশি বেশি পড়ার আগ্রহ জাগাতে, পারে পাঠাভ্যাস গড়ে তুলতে। আর এই কাজটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য চাই সমৃদ্ধ গ্রন্থাগার।’

তিনি বলেন, ‘নতুন দেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ এর উদ্যাপন পাঠক সমাজসহ গ্রন্থাগারের সাথে সম্পৃক্ত সকলকে আরো বেশি উজ্জীবিত করবে বলে আমি বিশ্বাস করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লাশ পোড়ানোর মামলায় পলাতক আসামিদের হাজিরে বিজ্ঞপ্তি প্রকাশে ট্রাইব্যুনালের নির্দেশ
পিরোজপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল
যুবদলের আরিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল গ্রেফতার
চুয়াডাঙ্গায় দুই হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ
প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে লিগ্যাল নোটিশ
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৬৬৫ জন
গৃহকর্মীদের অধিকার নারী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ: মৎস্য উপদেষ্টা
দীর্ঘমেয়াদি বাজেট নিয়ে বড় দ্বন্দ্বের মঞ্চ প্রস্তুত করলো ইউরোপীয় ইউনিয়ন
১০