সমৃদ্ধ সমাজ গড়তে গ্রন্থাগারের গুরুত্বকে বাড়িয়ে তুলতে হবে’

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৫
‘সমৃদ্ধ হোক গ্রন্থাগা ’ সমৃদ্ধ সমাজ গড়তে গ্রন্থাগারের গুরুত্বকে বাড়িয়ে তুলতে হবে’। ছবি ; বাসস

’রংপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার  আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা একটি সমৃদ্ধ সমাজ গড়তে অবশ্যই গ্রন্থাগারের গুরুত্বকে আরো বাড়িয়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষ্যে রংপুর বিভাগীয় সরকারি গণ গ্রন্থাগারের সেমিনার কক্ষে উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রংপুর জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণ গ্রন্থাগার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সাইম।

রংপুর বিভাগীয় গণ গ্রন্থাগারের সহকারী পরিচালক মো. আবেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, গ্রন্থাগার হলো একটি জাতির বুদ্ধি-বৃত্তিক বিকাশের অন্যতম প্রধান কেন্দ্র। একটি জাতির মেধা, মনন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও লালনকারী হিসাবে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বসাধারণের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গ্রন্থাগারের সুদূরপ্রসারী অবদান রয়েছে। এজন্য গ্রন্থাগারকে বলা হয় ‘জাতির সভ্যতা উন্ন্য়নের মাপকাঠি’। রংপুরের গ্রন্থাগার প্রসঙ্গে তিনি বলেন, এই বিভাগের গণগ্রন্থাগারটি আগের চেয়ে এখন অনেক সমৃদ্ধ। বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে ডিজিটাল গ্রন্থাগার জ্ঞানের জগৎকে আরো প্রসারিত করেছে। এই গণগ্রন্থাগারকে ই-বুক ওপেন এবং ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি শিক্ষার্থীদের সিলেবাসের বাইরেও জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে আনন্দের সাথে বই পড়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত শিক্ষার্থীদের বইপাঠ, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় ৩০ জন বিজয়ীর মাঝে উক্ত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০