শিগগিরই ইন্টারপোলের রেড নোটিশ জারি হবে : আইজিপি

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৪
বুধবার বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : পিআইডি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু আসামির বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন। আমার বিশ্বাস অচিরেই ইন্টারপোলের নোটিশ জারি হবে।

আজ বুধবার রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় অবস্থিত নৌ-পুলিশের সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নোটিশ জারি হলে তখন সংশ্লিষ্ট দেশের পুলিশের একটি নৈতিক দায়িত্ব হবে এসব আসামি গ্রেফতার করার। আমার বিশ্বাস সংশ্লিষ্ট দেশের তাদের গ্রেফতার করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তরার ঘটনা তদন্ত করা হচ্ছে, এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারাগারের ঘটনায়ও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে নৌ-পুলিশের সদর দফতরে আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা নৌ পুলিশের জনবল ও নৌযান সংকটসহ বিভিন্ন সমস্যার কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে অগ্নি প্রতিরোধ ও উদ্ধার মহড়া
মশার বংশবৃদ্ধি রোধে শহর জুড়ে কেসিসির পরিচ্ছন্নতা অভিযান
মির্জাপুরে দানবীর রণদা প্রসাদের জন্মজয়ন্তী পালিত
পটুয়াখালীতে জিয়া পরিষদ নেতার উঠান বৈঠক
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 
কুয়াকাটার বাজারে বিরল ‘কিং চাঁদা’ মাছ
মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৩ জনের প্রাণহানি, আহত ১১ 
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে মাঝারি ধরনের ভারী বর্ষণের শঙ্কা
নেত্রকোণায় ভারতীয় কম্বলসহ পাচারকারী আটক  
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
১০