শিরোনাম
বান্দরবান, ৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ইটভাটাকে মোট তিনলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্নস্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
এ সময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানকালে সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে এইচ কেবি, জেএসবি ও বিএইচ বি ব্রিকসকে একলাখ টাকা করে মোট তিনলাখ জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি স্কেভেটর মেশিন দিয়ে সব ইট বিনষ্ট করে দেয়া হয়।
অভিযানকালে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।