জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে অবসর প্রদান

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ২১:৪১

ঢাকা, ২২ জুন ২০২৫ (বাসস) : চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ১ জন শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো: মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল শনিবার  সিন্ডিকেটের ২৬৯তম সভায়  তাদেরকে অবসরে পাঠানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে ধানমন্ডির নগর কার্যালয়ে সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও ১৯ জন কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় অবসরে পাঠানো হয়।

২৫ বছর চাকরি পূর্তিতে ঐচ্ছিক অবসর এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো কর্মচারীকে অবসর প্রদান করার বিধানাবলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধিতে অন্তর্ভুক্ত করে চাকরি সংবিধি সংশোধন করার প্রস্তাব ২০২৪ সালের ৩ নভেম্বর তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৩তম সভায় অনুমোদিত হয়।  ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হওয়ায় উক্ত বিধি অনুযায়ী সিন্ডিকেট উল্লিখিত শিক্ষক ও কর্মকর্তাকে অবসর প্রদান করে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে যাদের- অধ্যাপক ড. আবু মো. ইকবাল রুমী শাহ্, উপ-রেজিস্টার মো. হারুন অর রশিদ, উপ-রেজিস্টার সরকার মোহাম্মদ এরশাদ, উপ-রেজিস্টার মাহাবুবা খানম, উপ-রেজিস্টার নাদিরা বেগম, উপ-রেজিস্টার মো. মামুনুর রশিদ, উপ-রেজিস্টার সুব্রত সাহা, উপ-রেজিস্টার মনজু সরকার, উপ-রেজিস্টার মো. শাহাজামাল, উপ-রেজিস্টার মো. ওয়াজিয়ার রহমান, উপ-রেজিস্টার মো. রাফিজ আলী খান, উপ-রেজিস্টার মো. আবদুর রাকিব, উপ-পরিচালক মো. সুলতান উদ্দিন, উপ-পরিচালক মো. আসাদুজ্জামান খান, উপ-পরিচালক সাকিল আহম্মেদ, উপ-পরিচালক জাহানারা বেগম, সহকারী রেজিস্টার আফরোজ আহমেদ বর্ণা, সহকারী রেজিস্টার মাহফুজা খাতুন, সহকারী পরিচালক এ কে এম সেলিম রেজা এবং সেকশন অফিসার মানিক চক্রবর্তী।

সিন্ডিকেট সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্টারসহ সিন্ডিকেটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর সিন্ডিকেটের ২৬৫তম সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও ২০ শিক্ষক-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৯
আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভেনিজুয়েলায় 'অবৈধ' মার্কিন সেনা মোতায়েনের তীব্র নিন্দা মাদুরোর
হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানি বেড়েছে, কমেছে দাম
মুক্তি পেলেন ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গার্সিয়া
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
১০